বাংলা নিউজ > বায়োস্কোপ > Parineeti Chopra: ২০ বছর আগে! ১৫ বছরের মেয়েটি দূরদর্শনের পর্দায় গান গেয়েছিলেন, নেটপাড়া বলছে, পরিণীতি একটুও বদলাননি
অভিনেত্রী পরিণীতি চোপড়াকে কে না চেনেন! গায়িকা পরিণীতির কথাও অনেকেই জানেন। এই পরিণীতি বড় পর্দায় পা রেখেছিলেন ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ ছবির হাত ধরে। যদিও ছোট পর্দার হাত ধরে পরিণীতির ডেবিউ হয়ে গিয়েছিল বহু আগেই। সেটা ছিল ২০০৪ সাল। আর সেটা হয়েছিল দূরদর্শনের হাত ধরে।
পরিণীতি বয়স তখন অবশ্য মাত্র ১৫। সেসময় টেলিভিশন বলতে দূরদর্শনই একমাত্র টেলিভিশন ছিল। তখন দূরদর্শনের কোনও অনুষ্ঠানে সুযোগ পাওয়াও ছিল কঠিন। তবে কোনও সিরিয়াল বা নাটক নয়, দূরদর্শনের পর্দায় কিশোরী পরিণীতিকে গান গাইতে শোনা গিয়েছিল। পরিণীতি নিজেও সোশ্যাল মিডিয়ায় দূরদর্শনের পর্দায় নিজের গান গাওয়ার সেই ভিডিয়ো পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘My real debut’, অর্থাৎ সেটাই ছিল আমার আসল ডেবিউ।
আরও পড়ুন-‘বিদায়!’ রূপঙ্কর বাগচীর আচমকা এমন ফেসবুক পোস্ট ঘিরে হইচই, কী আবার হল?