পর্দায় ফিরতে চলেছে যশ আর নুসরতের ম্যাজিক। ছেলের জন্মের পর ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’র কাজ একসঙ্গে করলেও, সেই ছবি এখনও মুক্তি পায়নি। তবে এবার জুটিতে তাঁরা খুলতে চলেছেন নিজেদের প্রযোজনা সংস্থা। আর সেই প্রযোজনা সংস্থা থেকে যে ছবি নিয়ে আসা হবে তাতে নায়ক-নায়িকা চরিত্রে থাকবেন তাঁরাই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকার কথা রয়েছে হিন্দি টিভির চেনা মুখ, বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষের। ছবিতে পরিচালকের কুর্সি সামলাবেন বাবা যাদব।
খবর রয়েছে, হিন্দির মতো কপ ইউনিভার্স গড়ে তোলার কথা ভাবছেন যশ আর নুসরত। ঠিক যেমন হিন্দিতে করেছেন রোহিত শেট্টি তাঁর সিম্বা, বাজিরাও সিংঘমের মতো চরিত্রগুলি দিয়ে। ঠিক সেভাবেই পুলিশদের দুনিয়ায় বাংলার দর্শকদের নিয়ে যাবেন বাংলার দুই তারকা। এই সিনেমায় দুই পুলিশ চরিত্রে দেখা যাবে যশ আর নুসরতকে। আর সায়ন্তনী হলেন ভিলেন। তাঁকে কেন্দ্র করেই এগোবে গল্প। এমনিতে বাংলায় মহিলা ভিলেন সেরকম নেই বললেই চলে। সেদিক থেকে দেখতে গেলেও এই সিনেমা বিশেষ হতে চলেছে। চলতি মাস থেকেই শ্যুট শুরুর কথা রয়েছে।
শিকার ছবিতেও একসঙ্গে দেখা যাবে যশ আর নুসরতকে। সেই ছবিতে রয়েছেন ঋতুপর্ণাও। সম্প্রতি সেই ছবির কাজ শেষ করেছেন তাঁরা। বিরসা দাশগুপ্তের ‘ওয়ান’ ছবিতে প্রথম তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। করোনাকালে ‘এওএস কলকাতা’ ছবিতে দর্শক দেখেছেন তাঁদের। তারপর তো সেই ইতিহাস। একে-অপরের প্রেমে পড়েন। মা-বাবা হন। এখন ছেলে নিয়ে গুছিয়ে সংসার করছেন। আরও পড়ুন: জীবনের প্রথম অ্যাওয়ার্ড অহনার, মায়ের আগে প্রেমিককেই বললেন ‘লাভ ইউ’! হল কটাক্ষ