পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ অনেকেই ইতিমধ্যেই ওয়েব মাধ্যমে ডেবিউ সেরে ফেলেছেন। এমনকি বলিউডেও। আর এই তালিকায় গত বছর নাম লিখিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। বাকি আছেন কেবল জিৎ আর দেব। এবার শোনা যাচ্ছে, জিৎ নাকি ওয়েব মাধ্যমে পা রাখতে চলেছেন। তাও নীরজ পাণ্ডের একটি প্রজেক্টে। সকলেই জানেন নীরজ আর জিতের দারুণ বন্ধুত্ব। তবে কি এটা সত্যি ঘটতে চলেছে?
একই সিরিজে জিৎ এবং প্রসেনজিৎ?
কানাঘুষোয় শোনা যাচ্ছে নীরজ পাণ্ডের খাকি সিরিজেই নাকি দেখা যাবে জিৎকে। এই সিরিজের হাত ধরেই তিনি ডেবিউ করবেন OTT তে। তবে এটার থেকেও বড় চমক হল তাঁর সঙ্গে এখানে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। হ্যাঁ, ইন্ডাস্ট্রির অন্দরে এমনই খবর শোনা যাচ্ছে। লোকসভা নির্বাচন মিটলেই শুরু হবে সিরিজের কাজ। বিহার অধ্যায়ের পর এবার পালা বাংলার। এখানে নাকি তুলে শর হবে কলকাতা পুলিশের বিভিন্ন ঘটনা।
এক ঘনিষ্ঠ সূত্রের তরফে এই সময় জানতে পেরেছে যে এই সিরিজের প্রস্তাব জিৎ এবং প্রসেনজিৎ দুজনের কাছেই এসেছে। তিনি জানিয়েছেন, ' নীরজ স্যার কলকাতা এসেছিলেন। মিটিং হয়ে গিয়েছে। জিৎ আর প্রসেনজিৎ এখানে একসঙ্গে কাজ করবেন। তবে যতক্ষণ না কিছু স্পষ্ট করে জানানো হচ্ছে নির্মাতাদের তরফে ততক্ষণ নিশ্চিত ভাবে কিছু বলা মুশকিল।' এটাই এই খবর কতটা সত্য সেটা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতেই হবে।
আর কী জানা যাচ্ছে এই সিরিজ প্রসঙ্গে?
সূত্রের খবর অনুযায়ী এই সিরিজে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়কেও। থাকতে পারেন গার্গী রায়চৌধুরী। তাঁর কাছেও নাকি একটি চরিত্রের অফার গিয়েছে। তবে শেষ পর্যন্ত কাদের এই ছবিতে দেখা যাবে সেটা সময়ই বলবে।
জিতের আগামী প্রজেক্ট
জিৎ অভিনীত বুমেরাং আসছে। আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে ছবিটি। এখানে জিৎ ছাড়াও থাকবেন রুক্মিণী মৈত্র, সৌরভ দাস প্রমুখ।