ড্যান্স বাংলা ড্যান্স দিয়ে পথ চলা শুরু হয়েছিল তাঁর। এই রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকেই ডাক পেয়েছেন সিরিয়ালে। বাংলাও পেয়েছিল ছোট পর্দার এক নতুন মুখ, নতুন নায়িকাকে। পিলু ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সেই সিরিয়াল শেষ হয়েছে দেখতে দেখতে ৯ মাস কেটে গেল। ২০২২ সালের নভেম্বরে থেমেছে পিলুর পথ চলা। এর পর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। সোশ্যাল মিডিয়ায় যদিও বেশ অ্যাক্টিভ থাকেন তিনি। সেখানে বহু ফলোয়ার তাঁর। কিন্তু এবার কানাঘুষোয় শোনা যাচ্ছে এই লম্বা বিরতি কাটিয়ে শীঘ্রই কাজে ফিরছেন মেঘা, তাও জি-এরই একটি ধারাবাহিকে।
মেঘা তথা পিলু অনুরাগীদের মনে একটাই প্রশ্ন ফের কবে টিভির পর্দায় দেখা যাবে তাঁকে? তাঁদের সেই চাহিদা নাকি শীঘ্রই পূরণ হবে, টলি পাড়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে ফুলকি ধারাবাহিকে নাকি এন্ট্রি নিতে চলেছেন মেঘা দাঁ।
প্রসঙ্গত ফুলকি ধারাবাহিকেও কিন্তু দর্শকরা নতুন মুখ দেখতে পাচ্ছেন। এখানে অভিষেক বসুর বিপরীতে কাজ করছেন নবাগতা দিব্যাণী মণ্ডল। তিনি এখনও পড়াশোনা করছেন। যাদবপুরের ছাত্রী তিনি। টিআরপি তালিকায় বেশ ভালো ফল করছে এই ধারাবাহিক। দিব্যাণী তাঁর অভিনয় দিয়ে সকলেরই নজর কেড়েছেন অল্প সময়ে। ধারাবাহিকে কিছুদিন আগেই বিয়ে হয়েছে তাঁর এবং অভিষেকের। এবার শোনা যাচ্ছে ফুলকি বা দিব্যাণীর দিদির চরিত্রে দেখা যাবে মেঘাকে। সেই নাকি আবার পর্দার রোহিত তথা অভিষেকের প্রথম স্ত্রী। এটা কি সত্যি?
আরও পড়ুন: কখনও অজগর, কখনও চিতা, বন্যপ্রাণীদের হানায় আতঙ্কিত মুম্বইয়ের সিরিয়াল কর্মীরা