মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ডে 'দ্য লিভিং স্ট্যাচু' বা গোল্ডেন ম্যান নামে পরিচিত গিরজেশ গৌড। ওই ব্যক্তির সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, পুলিশ কনস্টেবল ওই ব্যক্তিকে ধাক্কা মারছেন এবং লাঠি দেখাচ্ছেন।
ঘটনাস্থলে থাকা লোকজন শিল্পীকে সাহায্য করতে এগিয়ে আসেন। কিছু পথচারী ওই ব্যক্তিকে পুলিশের হাত থেকে মুক্ত করার চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত বচসার অবসান হয়। পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে যখন গৌড তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করেন। কনস্টেবল মদ্যপ অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: সুপার মডেল কেন্ডাল জেনারের সঙ্গে নাচের তালে মেতে উঠলেন ঐশ্বর্য, ভাইরাল ভিডিয়ো
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো-
ভিডিয়ো শেয়ার করে দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে গৌড লিখেছেন, ভিডিয়োটি সোমবার রাত ৮টার দিকে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে তোলা। তিনি আরও যোগ করেছেন, একজন ‘মদ্যপ’ পুলিশ এসে প্রথমে তাঁকে লাঠিচার্জ করে। বাঁধা দেওয়ার চেষ্টা করলে 'দ্য লিভিং স্ট্যাচু' বা গোল্ডেন ম্যান নামে পরিচিত গিরজেশ গৌডের গলা চেপে ধরেন ওই পুলিশ কনস্টেবল।
শিল্পী জানান, পুলিশ তাঁকে থানায় নিয়ে গিয়ে তাঁর বিরুদ্ধে মামলা করারও হুমকি দেয়। তিনি যোগ করেছেন, ‘আমি একজন শিল্পী, যার বন্ধু হিসাবে শুধুমাত্র একটি ইনস্টাগ্রাম পরিবার আছে। আপনাদের সকলকে এই ভিডিয়োটি যতটা সম্ভব শেয়ার করার জন্য অনুরোধ করছি’।