বছরের প্রথম দিনই রাসলীলা শুরু করলেন বিক্রম চট্টোপাধ্যায়! অবাক হচ্ছেন? আসলে তাঁর নতুন ছবি ‘রাস’-এর শ্যুটিং নতুন বছরের প্রথম দিন বুধবার থেকে শুরু হল। ২০২৪-এর রাস উৎসবের সময় পরিচালক তথাগত মুখোপাধ্যায় তাঁর আসন্ন ছবি 'রাস'-এর ঘোষণা করেছিলেন। কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। আর নতুন বছরের শুরুর দিনই প্রকাশ্যে এল ছবির পোস্টার।
ছবির পোস্টারে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন বিক্রম। পোস্টারে কোলে ল্যাপটপ নিয়ে পর্দার 'সোমনাথ'কে তার পরিবারের সঙ্গে মেতে উঠতে দেখা গিয়েছে। মাথায় মুকুট পরে নজর কেড়েছেন দেবলীনা কুমার ও অনসূয়া মজুমদার। তাছাড়াও পাশে রাখা আয়নায় ফুটে উঠেছে অনির্বাণ, অর্ণদের মুখ।
আরও পড়ুন: দেবলীনাকে 'রাস'-এর স্ক্রিপ্ট পুড়িয়ে ফেলতে বলেছেন তথাগত! কেন? যা বললেন নায়িকা
এই ছবির হাত ধরেই বিক্রম ও দেবলীনাকে নতুন জুটি হিসেবে টলিউড পেতে চলেছে। ছবিতে 'সোমনাথ'-এর চরিত্রে ধরা দেবেন বিক্রম। অন্যদিকে, দেবলীনার চরিত্রের নাম 'রাই'। তাছাড়াও ছবিতে 'অলোকানন্দা'র ভূমিকায় দেখা যাবে অনসূয়া মজুমদারকে। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন, অনির্বাণ চক্রবর্তী, রনজয় বিষ্ণু, অর্ণ মুখোপাধ্যায়,পারিজাত চৌধুরী, শংকর দেবনাথ, সুদীপ মুখোপাধ্যায়, দেবাশিস রায়, অপ্রতীম চট্টোপাধ্যায়, সুরাইয়া পারভিন, বিমল গিরি, দেবপ্রসাদ হালদার প্রমুখ।
বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য, যৌথ বাঙালি পরিবারের আভ্যন্তরীন ওঠাপড়া আর ভালোবাসার বলবে 'রাস'। গল্প মাণিকপুরের চক্রবর্তী বাড়ি কেন্দ্র করে আবর্তিত হবে। বাবা বিদেশে, মাকে নিয়ে দেশের বাড়িতে কাছের মানুষদের সঙ্গে বড় হওয়া সোমনাথের জীবন আর তার সঙ্গে জড়িয়ে থাকা তার কাছের মানুষদের গল্প ফুটে উঠবে ‘রাস’-এ।
ছবির পোস্টার শেয়ার করে বিক্রম লিখেছেন, ‘আমার ‘সোমনাথ’ হয়ে ওঠার যাত্রা শুরু। শ্যুটিং শুরু হল। বাড়ি ফেরা মানে তো কোনও ইট, সিমেন্ট লোহার কাঠামোতে ফেরা নয়, মানুষের কাছে ফেরা। আজ পয়লা জানুয়ারী সেই মানুষের কাছে ফেরার গল্প। ‘রাস’-এর শুটিং শুরু হোল। সেই উপলক্ষে রইল ’রাস- হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প'-এর প্রথম পোস্টার। নতুন বছর আপনাদের শুভ হোক।
আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই তাপসী-ম্যাথিয়াস দিলেন বড় চমক! ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেটদুনিয়ায়
বিক্রম থেকে সোমনাথ হয়ে ওঠার যাত্রাটা ঠিক কেমন ছিল নায়কের? এই প্রসঙ্গে বিক্রম বলেন, 'ছবিতে আমার চরিত্র সোমনাথ যখন তার পরিবারের কাছে আসে তখন সে নিজেকে খুঁজে পায়। আর সেই যে খুঁজে পাওয়ার অনুভূতিটা আমার ওই সময়ে যা মনে হচ্ছে সেই ভাবেই পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তাহলেই বোধ হয় চরিত্রটা যথার্থ ভাবে ধরা দেবে।'