অভিনেত্রী বিদ্যা বালন, শিল্পা শেট্টি আর মালাইকা আরোরা-র মধ্যে যোগাযোগ সেই ছোট থেকেই। সম্প্রতি যা ফাঁস হল ‘কাহানি’ অভিনেত্রীর কথাতে। তিন জনের ছেলেবেলাটাই কেটেছে চেম্বুরে। বিদ্যার কথায়, সেন্ট্রাল মুম্বই জন্ম দিয়েছে বহু ‘হটি’দের, যার মধ্যে রয়েছেন বলিউড তারকারাও।
কার্লি টেলসের সঙ্গে সাক্ষাৎকারে চেম্বুরে বেড়ে ওঠা প্রসঙ্গে নানা গল্প করতে দেখা গেল বিদ্যাকে সম্প্রতি। এখানেই তিনি কাটিয়েছেন জীবনের ৩১টা বছর। ৪৪ বছরের অভিনেত্রী জানালেন, তিনি পড়তেন সেন্ট অ্যান্টনি গার্লস হাই স্কুলে, যেখানে তাঁর তিন বছরের সিনিয়র ছিলেন শিল্পা শেট্টি।
‘শিল্পা আমার থেকে বছরখানেকের সিনিয়র ছিল স্কুলে। ও ছোট থেকেই কিন্তু হটি। আমার মনে আছে ও স্কুলে থাকতে বাস্কেটবল খেলত। আমার মায়েরও মনে হয়েছিল আমার বাস্কেটবল খেলা উচিত। আমাকে ভোর ৬টায় উঠে বাস্কেটবল খেলতে পাঠিয়ে দেওয়া হল। তখন থেকেই শোনা যাচ্ছে শিল্পা হয়ত সিনেমার জগতে ঢুকতে পারে। এত মিষ্টি মেয়ে, আমাকে বল ড্রিবল করা শিখিয়েছিল। আমি তো ভেবে নিয়েছিলাম এখন আমি সব জানি। আর মাকে গিয়ে বলে দেই, ‘আমি শিখে গেছি আমাকে আর সকালে ঘুম থেকে ডাকার প্রয়োজন নেই’।’’
এরপর মালাইকা প্রসঙ্গে বিদ্যা জানান ও অন্য স্কুলে পড়ত। কিন্তু ফ্রেঞ্চ টিউশন নিতে আসত আমাদের গলিতে। বিদ্যার কথায়, ‘প্রতিদিন যেই সময়ে মালাইকা টিউশনের জন্য যেত গলিতে ছেলেরা লাইন দিয়ে বসে থাকত। বসে বসে মালাইকার যাওয়ার অপেক্ষা করত। চেম্বুর অনেক হটি তৈরি করেছে, কিচ্ছু করার নেই!’
প্রসঙ্গত, চার বছর পর রুপোলি পর্দায় ফিরেছেন বিদ্যা বালন। ৭ জুলাই মুক্তি পেয়েছে ‘নিয়ত’। অন্নু মেনন পরিচালিত এই ছবিতে মহিলা গোয়েন্দার চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। একটি খুনের রহস্যের কিনারা করবেন সত্যসন্ধানী বিদ্যা। সিনেমাহলে শেষ যে ছবি এসেছিল বিদ্যার তা ছিল ‘মিশন মঙ্গল’, অক্ষয় কুমার, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহাদের সঙ্গে। মাঝে ওটিটি-তে কিছু ছবি মুক্তি পেলেও, ‘শেরনি’ ছাড়া কিছুই সেভাবে দর্শক মনে ছাপ ফেলতে পারেনি। এই ছবিতে বিদ্যা ছাড়াও রয়েছেন রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতারা।
তবে ‘নিয়ত’ শুক্রবারে আয় করে মাত্র ১.০২ কোটির। যা বিদ্যার কেরিয়ারের সবচেয়ে খারাপ ওপেনিং। যদিও শুক্র ও শনিবারে গিয়ে এই আয় বেড়ে হয় ৪.৭৫ কোটি ও ৫ কোটি। তবে ছবি নিয়ে সেভাবে আশানুরূপ ফলের আশা করছেন না চলচ্চিত্র বানিজ্য বিশ্লেষকরা।