ব্যস্ততার ফাঁকে সময় সুযোগ পেলে মাঝেমধ্যেই নিজের ফলোয়ার্সদের সঙ্গে গল্প আড্ডায় মেতে ওঠেন বিদ্যা বালন। সম্প্রতি, টুইটারে ‘Ask Me Anything’ সেশনে ভক্ত মনের সব জিজ্ঞাসার জবাব দিলেন বলিউডের এই অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।সেখানেই এক অতি উৎসাহী ভক্ত প্রশ্ন রেখেছিল তাঁর ওজন নিয়ে। জবাবে মজা করে জানালেন, বহু বছর যাবৎ তিনি ভুল পদ্ধতিতে নিজের ওজন মেপে আসছেন। এরপর মজা করে একটি মজার ছবি পোস্ট করে তিনি জানালেন আদতে কীভাবে নিজের ওজন মাপতে হয়।
এরপর বিদ্যার আরও এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করে বসেন যে তিনি কি আজকাল কষে ডায়েট করছেন? জবাব আসে, 'একদমই না। শুধু সুষম খাবার খাচ্ছি।' এই সেশনে বিদ্যার দুর্দান্ত রসবোধের ফের একবার পরিচয় পাওয়া গেল যখন একজন নেটিজেন তাঁকে জিজ্ঞেস করে বসলেন প্রিয় যোগাসন সম্পর্কে। অভিনেত্রীর ঝটিতি উত্তর, 'শবাসন।'

এরপর একটি জিম ম্যাট-এর উপর বিড়ালের শুয়ে থাকার ছবিও পোস্ট করেন তিনি। দেখামাত্রই আরও এক নেটিজেন তাঁকে জিজ্ঞেস করেন কেন বিডিআর নিজের কোনও 'হট' ছবি পোস্ট করছেন না। অন্য প্রান্ত থেকে চটপট জবাব আসে, 'আজকাল আবহাওয়া কিন্তু বেশ হট। এর মধ্যেও আমাকে শ্যুট করতে হচ্ছে প্রতিদিন। তাই একে হট ফটোশ্যুট ছাড়া আর কী বলা যায়!'
একেবারে শেষে এক নেট নাগরিক বিদ্যার উদ্দেশে প্রশ্ন রাখেন, 'আপনার বয়স কত?' এর সরাসরি জবাব না দিয়ে একটি মিম শেয়ার করেবিদ্যা বলেন, 'ব্যাস হয়ে গিয়েছে। এবার ঘুমিয়ে পড়ো। আজকের জন্য যথেষ্ট হয়েছে।'

প্রসঙ্গত,ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে বিদ্যা অভিনীত ওয়েব সিরিজ ‘জলসা’। রয়েছেন শেফালি শাহ-ও। ছবিটির পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী।