সম্প্রতি, নারীদের ক্ষমতায়ন ও অধিকার নিয়ে মুখ খুললেন নুসরত জাহান। পাশাপাশি বিয়ে, দাম্পত্য জীবন, মাতৃত্ব সব নিয়েই নিজের মতামত খোলা গলায় প্রকাশ করলেন এই অভিনেত্রী। একটি গর্ভনিরোধক ওষুধের সংস্থার প্রচারের জন্য সুদেষ্ণা রায়ের সঙ্গে ফেসবুক লাইভে এই আলোচনায় বসেছিলেন এই মুহূর্তে টলিপাড়ার সবথেকে আলোচিত অভিনেত্রী। সুদেষ্ণা রায়ের সঙ্গে এই আলোচনায় উঠে এল তাঁর দাম্পত্য জীবন, যশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন থেকে শুরু করে জীবনে নেওয়া তাঁর বিভিন্ন সিদ্ধান্তের কথা।মহিলাদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে কোনও রক্ষক না করে এই সাংসদ-অভিনেত্রী বলেন যে দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলেই সেখান থেকে একেবারে বেরিয়ে আসা উচিৎ। শুধুমাত্র কে কী বলবে, সমাজ কী ভাববে এসবের ভয়ে নিজেকে গুটিয়ে নিয়ে প্রতিবাদ না করলে নিজে ভাল থাকা যাবে না।'স্বামী অত্যাচার করলেও সমাজের ভয়ে চুপ থাকি, লোকের সামনে স্বামীর ভাবমূর্তি রক্ষা করার জন্য আওয়াজ না তুলি, তবে নিজের জীবনটা কোথাও যেন হারিয়ে যাবে।', জীবনে নিজের লড়াই চালানোর প্রসঙ্গে বললেন নুসরত।এরপরেই জীবন কীভাবে উপভোগ করতে হবে সে বিষয়ে সমস্ত মহিলাদের উদ্দেশে নুসরত পরামর্শ দিলেন মনের আনন্দে বাঁচার। আরও বলেন, যদি কোনও মহিলার সাহায্য প্রয়োজন হয় কিংবা তিনি বিপদে রয়েছেন তিনি তাহলে তাঁকে সাহায্য করার জন্য প্রশাসন রয়েছে। সেইসব নারীরা যেন প্রশাসনের দ্বারস্থ হন সেকথাও স্পষ্টভাবে জানালেন নুসরত। অভিনেত্রীর বক্তব্যের প্রতি ছত্রে ছত্রে যা বেরিয়ে এসেছে তা হলো মুখ ফুটে কথা বলা কিংবা প্রতিবাদে সোচ্চার হতে হবে মহিলাদের নইলে তাঁরা নিজেদের নিজস্বতা হারিয়ে ফেলবে তাঁদের।শুধু তাই নয়, বর্তমানে অন্তঃসত্ত্বা হওয়া সত্বেও দৃঢ় গলায় নুসরত জানালেন মা হওয়াটাই নারীজন্মের একমাত্র লক্ষ্য হতে পারে না। মাতৃত্ব যে আশীর্বাদ সেকথা বলার পাশাপাশি জানান নিজের শরীর ও মন প্রস্তুত না হলে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।অন্যদিকে সুদেষ্ণা রায় বলেন যে অনেক মা-বাবা মনে করেন ছোট বয়সে প্রেম করাটা মেয়েদের পক্ষে অত্যন্ত অন্যায়। এইজন্যই বাল্যবিবাহ দিয়ে দেন তাঁরা যা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। একথার জের টেনে অভিনেত্রী বলে ওঠেন,' প্রেম করা মানেই বিয়ে নয়।' নুসরতের কথায় সমর্থন জানিয়ে সুদেষ্ণার বক্তব্য, 'আগে নিজের পায়ে দাঁড়িয়ে নিয়ে তার পর বিয়ে নিয়ে ভাবা উচিত।' সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় নুসরতের উদ্দেশে ভেসে এসেছে একের ওপর এক ট্রোল। বানানো হয়েছে মিম। কখনও কখনও এই কুমন্তব্যঃ ছাড়িয়ে গেছে সমস্ত শালীনতার গন্ডি। সেইসব ব্যাপারে বলতে গিয়ে নুসরত বললেন সমাজের প্রতিটি মা বাবা যদি তাঁদের ছেলেদের ছোটবেলা থেকেই মহিলাদের সম্মান করার শিক্ষাটা দেন তাহলে সমাজে অনেককিছুই সংশোধন হবে। কথা শেষে অভিনেত্রী-সাংসদের মন্তব্য,' আমার মেয়ে হলে তাঁকে শেখাবো কোনওকিছুর সামনেই যেন মাথা নত না করে সে।'এই লাইভ চলাকালীন নুসরতের উদ্দেশে বেশ কিছু ঠাট্টা, ব্যঙ্গ-বিদ্রুপের মাঝে ভেসে এসেছে বহু নেটিজেনদের তরফে শুভেচ্ছা ও ভালোবাসা। অভিনেত্রীর নারীদের ক্ষমতায়ন ও অধিকার নিয়ে সোজাসাপ্টা মন্তব্য যে নেট নাগরিকদের হৃদয় ছুঁয়েছে তা এর মাধ্যমেই স্পষ্ট।