যোগী বাবু-অভিনীত ‘লাকিম্যান’ ছবিতে অভিনয় করেছেন, যেটি কিনা গতকাল (শুক্রবার) ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। ছবি মুক্তির পর ২ সেপ্টেম্বরই মৃত্যু হয় তামিল অভিনেতা আর এস শিবাজির।
Ad
আর এস শিবাজি
বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর। প্রয়াত জনপ্রিয় কৌতুক অভিনেতা, আরএস শিবাজি। ২রা সেপ্টেম্বর ২০২৩, শনিবার সকালে চেন্নাইতে মৃত্যু হয় আর এস শিবাজির। যিনি কিনা মূলত তামিল ছবিতে কাজ করতেন। ১৯৫৬ সালে চেন্নাইতে অভিনেতা এবং প্রযোজক এম আর সান্থানম শিবাজির জন্ম হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
অভিনেতা কমল হাসান ও তাঁর প্রযোজনা সংস্থা রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনালের সঙ্গে শিবাজির যৌথভাবে কাজ করতেন। অনেক সফল তামিল ছবিতে অবদান ছিল তাঁর। অভিনয়ের পাশাপাশি, শিবাজি তাঁর কর্মজীবনের একাধিক তামিল ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন, সাউন্ড ডিজাইন এবং লাইন প্রোডাকশনেও কাজ করতেন তিনি। মৃত্যুর আগে, শিবাজিকে শেষবার দেখা গিয়েছিল যোগী বাবু-অভিনীত ‘লাকিম্যান’ ছবিতে যেটি কিনা গতকাল (শুক্রবার) ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। অর্থাৎ এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে আর এস শিবাজির ছবি।
ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই আর এস শিবাজির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ফিল্ম ও বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা, X-এ (টুইটার) শোক প্রকাশ করেছেন। লেখেন, ‘জনপ্রিয় তামিল চরিত্রাভিনেতা/ কৌতুক অভিনেতা #RSSshivaji আজ সকালে চেন্নাইতে মারা গিয়েছেন। তিনি এই শুক্রবারের মুক্তিপ্রাপ্ত #LuckyMan-এ অভিনয় করেছেন। আগেও বেশকিছু তামিল ছবিতে স্মরণীয় ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর কর্মজীবন চিরকাল আলোচিত হবে।’