আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’। ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে এই ছবি। একমাত্র ভারতীয় ছবি যেটি হরাইজ়নস বিভাগে প্রতিযোগিতায় যোগদান করেছে। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। যদিও এবার ছবির বিরুদ্ধে কপি রাইট ইস্যুর অভিযোগ উঠেছে। কী অভিযোগ? ছবির শিরোনাম নিয়ে উঠেছে কপিরাইটের অভিযোগ। উর্মিলা মাঝি নামে এক প্রযোজক দাবি করেন, আদিত্য বিক্রমের এই ছবি 'টাইটেল চুরি' করেছে তাঁর। প্রযোজকের দাবি, একই নামে ছবির চিত্রনাট্য আগে রেজিস্টার করেছিলেন তিনি। কপিরাইটের নিয়ম মেনে ২০১৯ এবং ২০২০ সালে তা পুর্ননবীকরণও করেছেন। যদিও পরিচালক আদিত্য বিক্রমের দাবি, তাঁর ছবির নামেরও কপিরাইট করানো।পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর জানিয়েছেন, তাঁর আগের ছবি জোনাকির সময়েও একই ধরমের সমস্যায় পড়েছিলেন তিনি। পরবর্তীতে ছবির নাম বদল সমাধান করতে হয়েছিল। প্রযোজক উর্মিলা মাঝির কথায়, সোশ্যাল মিডিয়া থেকে এই বিষয়টি সম্পর্কে অবগত হন তিনি। কিন্তু ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যাসোসিয়েশন (EIMPA)কীভাবে এই ধরণের বড় ভুল করতে পারেন? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি তাঁর মন্ত, দুটি ছবির গল্প আলাদাই হবে।