নিত্যদিনই পোশাকের কারণে খবরের শিরোনামে থাকেন উরফি জাভেদ। আবার পোশাকের কারণেই থাকেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি বলিউডের এক শীষ স্থানীয় অভিনেত্রীকে বিস্ফোরক মন্তব্য করেছেন উরফি। এক সাক্ষাৎকারে 'ফ্য়াশনিস্তা' উরফি জানান, এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বি-টাউনের প্রথমসারির এক অভিনেত্রীর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, ব্যাঙ্গের ছলে তাঁর প্রশংসা করেছিলেন।
উরফির কথায়, ‘সেদিন ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনেক লোকজন ছিলেন। সকলেই লক্ষ্য় করেছিলেন কী ঘটছে? আমি ভীষণই বিব্রত ও অপমানিত বোধ করছিলাম।’ তাঁর কথায়, ‘আমি বলিউডে সুযোগ পাচ্ছি না, কারণ এখানকার লোকজন আমায় পছন্দ করেন না।’ উরফি জানান, বলিউডের একটা অনুষ্ঠানে তাঁকে প্রথম দিকে আমন্ত্রণ জানিয়েও পরে আসতে বারণ করা হয়। তাঁর কথায়, ‘ওই অনুষ্ঠানের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি এবং আমার টিম প্রস্তুত ছিলাম যাওয়ার জন্য। কী পরব, তাও ঠিক করে রেখেছিলাম। পরে জানানো হয়, আমি নাকি আমন্ত্রিতদের তালিকায় নেই। কারণ জানতে চাওয়া বলে বলা হয়েছিল, আমি নাকি মাধুরীর অতিথি তালিকায় নেই। অবাক হয়েছিলাম শুনে, যে এমনটাও হতে পারে!’

উরফি জাভেদ, অভিনেত্রী
সাক্ষাৎকারের তাঁর পোশাক নিয়ে রণবীর কাপুরের মন্তব্য প্রসঙ্গেও উরফিকে জিগ্গেস করা হয়। উরফি বলেন, রণবীর যা বলেছেন, তাতে তাঁর রাগ নেই, কারণ রণবীর তাঁকে অপমান করে কিছুই বলেননি, তিনি তাঁর ব্যক্তিগত পছন্দের কথা জানিয়েছিলেন। আর রণবীর অভিনেতা হিসাবেও দারুণ। প্রসঙ্গত, করিনার শোয়ে এসে রণবীর কাপুর বলেন, উরফি যে ধরনের পোশাক পরেন, সেটা তাঁর পছন্দ নয়। যদি এই মতামত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বলেও জানিয়েছিলেন তিনি। যদিও আবার উরফির ফ্যাশান সেন্সের প্রশংসা করেছিলেন করিনা।
ট্রোলিং প্রসঙ্গে প্রশ্ন করা হলে উরফির জবাব, হয়ত লোকজন ঠিকই বলছেন। তরুণ প্রজন্মের জন্য আমি সত্যিই আমি সঠিক নই। তবে আমি যেখানে এসেছি, সেখান থেকে পিছনে ফিরে যাওয়ার আর উপায় নেই।