
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২৪- সালের শেষের রিপোর্ট এল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। আর দেখা গেল, গতবারের মতো এবারেও প্রথম স্থানে গীতা এলএলবি। এসময়ে জি বাংলার টপার পজিশন ধরে রাখা ফুলকি নেমে গিয়েছে তৃতীয় স্থানে। আর দুই নম্বরে, জি বাংলার নতুন টপার পরিণীতা।
বর্তমান সময়ে টিআরপি-র নম্বর উনিশ থেকে বিশ হলেই, ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে। কখনো ২ মাস, তো কখনো আবার তিন মাসে। আপাতত যেমন বেশ টালমাটাল অবস্থা আদৃত রায়ের কামব্যাক ড্রামা মিত্তির বাড়ির। অনেক আশা নিয়ে শুরু হলেও, ১০ নম্বরে কোনোরকমে টিকে আছে এটি। চলতি সপ্তাহে রেটিং মাত্র ৫.৬। শুরু থেকেই স্লট হারাচ্ছে শুভ বিবাহ (৫.৮)-র কাছে।
কথা ধারাবাহিকের নম্বরও বেশ পড়তির দিকে। এই সপ্তাহে সাহেব-সুস্মিতার জুটি নম্বর আনল ৭.৩। এই দুই তারকার অনস্ক্রিন রোম্যান্স ছড়িয়ে গিয়েছে অফস্ক্রিনেও। এমনকী, অনেক অনুরাগী-দর্শকেরই দাবি দুজনে প্রেম করছেন। এমনকী, সাহেব ও সুস্মিতা এই প্রেমের গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দিলেও, মানতে নারাজ তাঁরা।
পাঁচ নম্বরে জগদ্ধাত্রী। আর ছয়ে উড়ান। সাত নম্বরে যৌথভাবে রাঙামতি তীরন্দাজ ও কোন গোপনে মন ভেসেছে। শ্বেতা-রণজয়েক মেগাও ক্রমাগত দর্শক হারাচ্ছে। বরং, কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে গৃহপ্রবেশ।
প্রথম: গীতা এলএলবি (৭.৯)
দ্বিতীয়: পরিণীতা (৭.৮)
তৃতীয়: ফুলকি (৭.৭)
চতুর্থ: কথা (৭.৩)
পঞ্চম: জগদ্ধাত্রী (৭.২)
ষষ্ঠ: উড়ান (৬.৯)
সপ্তম: রাঙামতি তীরন্দাজ/ কোন গোপনে মন ভেসেছে (৬.৭)
অষ্টম: গৃহপ্রবেশ (৬.৩)
নবম: শুভ বিবাহ (৫.৮)
দশম: মিত্তির বাড়ি/ তেঁতুলপাতা (৫.৬)
জি বাংলার তরফে বর্ষশেষের ধামাকা নিয়ে এসেছিল ডিয়ার ডিসেম্বর। যাতে সারেগামাপা-র প্রতিযোগী-বিরাকরা তো বটেই, দেখা মিলেছিল পল্লবী শর্মা, শ্বেতা-রুবেল, সৌমিতৃষা-রোহনদের। সেই শো টিআরপি এনেছে মাত্র ৪.৮।
এছাড়াও নন ফিকশন শোগুলির মধ্যে সারেগামাপা-র রেটিং চলতি সপ্তাহে ৫.৩। ইতিমধ্যে বেশ কিছু নতুন মেগা শুরুর খবর আছে। জি বাংলার আসছে সিরিয়াল ‘তোমাকে ভালোবেসে’। যেখানে জুটি বাঁধছেন জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। স্টার জলসায় আসছে চিরসখা, যেখানে দেখা যাবে অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়কে। এখন দেখার এই দুটি ধারাবাহিকের স্লট ঘোষণা হলে, কোন দুটি বন্ধ হয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports