বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। ছোট পর্দায় তাঁর কেরিয়ার সুপারহিট। সদ্যই ‘খড়কুটো’ ধারাবাহিকের গুণগুণ হিসাবে সবার মনে ছাপ তৈরি করেছেন তিনি। আপতত স্টার জলসার ডান্স রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র ৩’র মঞ্চে দেখা যাচ্ছে তৃণাকে। ক্যাপ্টেনের আসনে রয়েছেন এই টেলি সুন্দরী।
ডান্স ডান্স জুনিয়র-এর মঞ্চের খুদে প্রতিযোগিদের দেখে মুগ্ধ সকলেই। অবাক করা পারফরম্যান্স দিয়ে সবার মন জিতে নিচ্ছে ছোটরা। কিন্তু ক্যাপ্টেনদের দেখে শুরু থেকেই নাক সিঁটকোচ্ছে নেটপাড়ার একটা বড় অংশ। এই সিজনে ক্যাপ্টেনের ভূমিকায় রয়েছেন ‘গুনগুন’ তৃণা সাহা, ‘খুকুমণি’ দীপান্বিতা রক্ষিত, ‘গঙ্গারাম’ অভিষেক বসু-কে। ক্যাপ্টেনরা কতখানি ভালো নাচে সেই নিয়ে সমালোচনার শেষ নেই। এর মধ্যেই ভাইরাল হয়েছে তৃণা সাহার একটি নাচের ভিডিয়ো।
সম্প্রতি ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে অতিথি বিচারক হিসাবে হাজির ছিলেন কোয়েল এবং যিশু। তাঁদের সামনেই ‘ও হামদম সোনিয়ো রে’ গানে ফিউসন নৃত্য পরিবেশন করেন তৃণা। তাঁর পরনে ছিল লাল রঙের কুঁচি দেওয়া ধুতি প্যান্ট আর সোনালি টপ, সঙ্গে লাল জ্যাকেট। চ্যানেলের ফেসবুক পেজে এই ভিডিয়ো শেয়ার করে লেখা হয়েছে, ‘ক্যাপ্টেন তৃণার পাওয়ার প্যাক্টড পারফরমেন্সে মেতে উঠল ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রির মঞ্চ’। তৃণাকে নিয়ে কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে এই ভিডিয়োর কমেন্ট বক্সে।

ভারতনট্টম-এর সঙ্গে পশ্চিমী ডান্স ফর্মের মিশেলে তৃণার এই নাচ দেখে মোটেই খুশি নয় নেটপাড়া। কেউ বলছেন, ‘এটা নাচ? ক্যাপ্টেনরাই নাচ জানে না’। কেউ আবার লেখেন, ‘এটা নাচ না লাফালাফি?' অনেকে আবার লিখেছে, ‘ব্যাকগ্রাউন্ড ডান্সারগুলো অনেক ভালো নাচছে’। তবে সকলেই তৃণাকে বিদ্রুপ করেছেন এমনটা নয়, নায়িকার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। পালটা জবাবও দিয়েছেন ট্রোলারদের। তাঁদের দাবি, ‘কিছু মানুষের সমালোচনা করা ছাড়া কোনও কাজ নেই, সেটা কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে’।