দাদাগিরি-র মঞ্চে নতুন বছরের একদম গোড়াতেই হাজির হচ্ছে মিঠিঝোরা টিম। আরাত্রিকা, দেবাদৃতারা এবার মুখোমুখি হবেন দাদার গুগলির। সেই প্রোমো মঙ্গলবার সামনে আনল চ্যানেল কর্তৃপক্ষ। আরও পড়ুন-‘এত ভালো দেখতে’, কাঞ্চনের রূপের প্রশংসায় শ্রীময়ীর 'ক্রাশ' সৌরভ! শুনে কী করলেন কমেডিয়ান?
এই সিরিয়ালের হাত ধরেই জি বাংলার পর্দায় ফিরেছেন দেবাদৃতা। এদিন ‘জয়ী’ খ্যাত নায়িকার বাউন্সারের মুখে পড়লেন মহারাজ। সৌরভকে দেবাদৃতা সটান জিগ্গেস করেন, ‘তুমি তো এখন কলকাতার ব্র্যান্ড অ্যাম্বেসাডার, কলকাতায় নতুন কী করতে চাও বা দেখতে চাও?’ বেশি সময় না নিয়েই প্রশ্নের জবাব দিলেন সৌরভ। বলেন-'আমি চাই বাংলায় প্রচুর মানুষের কর্মসংস্থান হোক'। সোশ্যালে ভাইরাল সৌরভের এই মন্তব্য। নিন্দকরা অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি। একজন লেখেন, ‘মুখে ডায়লগ সকলে দিতে পারে, পারলে কাজে করে দেখান।’
আরও পড়ুন-এক্সট্রা গ্রেভি দিয়ে..’, জানুয়ারিতেই বিয়ে ম্যাডি ইটসের! সুখবর দিতেই নোংরা ট্রোলের মুখে বাঙালি ইউটিউবার