তবলা বাদক জাকির হুসেন 'গুরুতর' অসুস্থতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্য সংক্রান্ত আপডেট পোস্ট করা হয়েছে।
হাসপাতালে ভর্তি জাকির হুসেন
পিটিআইয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আইসিইউতে ভর্তি করা হয়েছে জাকির হুসেনকে। তাঁর বন্ধু তথা বংশীবাদক রাকেশ চৌরাসিয়া রবিবার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাকিরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ৭৩ বছর বয়সী জাকিরের রক্তচাপের সমস্যা ছিল।
আরও পড়ুন: মৃত্যু-হুমকি উপেক্ষা করে ভাইপোর জন্মদিনে সলমন! লাভ বার্ডস সুহানা-অগস্ত্য এলেন আলাদা-আলাদা
‘গত এক সপ্তাহ ধরে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তিনি অসুস্থ হয়ে বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন। আমরা সকলেই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন’, সংবাদমংস্থা পিটিআইকে জানিয়েছে রাকেশ চৌরাসিয়া
দিনের শুরুতে জানা গিয়েছিল যে, তিনি সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 'গুরুতর' অসুস্থ। চিকিৎসা চলছে। এই মুহূর্তে কিংবদন্তি তবলা বাদকের দ্রুত আরোগ্য কামনায় সকলকে প্রার্থনা ও দোয়া করার অনুরোধ করেছে জাকির হুসেনের পরিবার। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
যদিও এরই মধ্যে বার বার খবর এসেছে, তিনি নাকি প্রয়াত হয়েছেন। যদিও পরে পরিবারের তরফে জানানো হয়, তিনি গুরুতর অসুস্থ, এটা সত্যি, কিন্তু তিনি এখনও জীবিত।
আরও পড়ুন: ‘কারা চেয়েছিল CBI তদন্ত’, সন্দীপ-অভিজিতের জামিনে প্রশ্ন একদা BJP করা রূপাঞ্জনার
জাকির হুসেন সম্পর্কে
ভারতের সবচেয়ে বিখ্যাত তবলা বাদকের মধ্যে অন্যতম হলেন জাকির হুসেন। অসাধারণ প্রতিভার কারণে পদ্মভূষণ এবং পদ্মশ্রী এবং সংগীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছেন। উপরন্তু, তিনি একজন সুরকার, পার্কিউশনিস্ট, সংগীত প্রযোজক এবং চলচ্চিত্র অভিনেতা। ১৯৫১ সালের ৯ মার্চ মুম্বইয়ের মাহিমে তবলা বাদক, আল্লা রাখা এবং ববি বেগমের ঘরে জন্মগ্রহণ করা জাকির হুসেন খুব অল্প বয়সেই তবলা বাজানোর প্রতি ঝোঁক পোষণ করেছিলেন।
আরও পড়ুন: ‘ভালো গান গায়, কিন্তু বড্ড পাকা’, ইন্ডিয়ান আইডলে কাপুরদের নিয়ে করিশ্মাকে বিতর্কিত প্রশ্ন, রোষে মানসী