আর পাঁচজন সাধারণ মায়ের মতোই মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে গেলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মা দুর্গার সঙ্গে হাসিমুখে পোজ দিলেন অন্বেষার সঙ্গে। একই সঙ্গে জানালেন কেন তাঁর এবারের পুজোটা বিশেষ।
মেয়েকে নিয়ে কী লিখলেন অন্বেষা?
স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন জানালেন তাঁর মেয়ে বহু বছর পর এবার তাঁর সঙ্গে পুজো কাটাচ্ছেন। তাই এবার তাঁরা একেবারে মহালয়া থেকেই ফেস্টিভ মুডে। দেবীপক্ষের সূচনার দিনই মেয়েকে নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় যোগ দিয়েছিলেন। রান্না করা থেকে নাচ, গান কিছুই বাদ যায়নি তখন। এখন পুজোর সময় মেয়েকে নিয়ে ঘুরতে বেড়িয়েছেন তিনি। দুজনকে শাড়ি পরে একত্রে পোজ দিতে দেখা যায়। দুজনেই এদিন নীল রঙের শাড়ি পরেছিলেন। তাঁদের একটি বনেদি বাড়ির দেবী মূর্তির সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায়।
এই ছবিগুলো পোস্ট করে স্বস্তিকা লেখেন, 'মেয়ে কত কত বছর পর পুজোর সময় আমার কাছে। মা দুগ্গা মেয়েদের নিয়ে আসেন, আমিও যেখানে পারি আমারটাকে নিয়ে যাই। ১০০টা ছবি তুলি। আমার সমস্ত হাসি আনন্দ অন্বেষার জন্যই। ও আছে বলেই আমি আছি।'
আরও পড়ুন: দুর্গাপুজোর শেষদিন জমুক গানের তালে তালে, পছন্দের প্লেলিস্টে এইগুলি রেখেছেন তো?
আরও পড়ুন: লাল চুড়িদারের উপর দিয়ে ফুটে উঠেছে বেবি বাম্প, নবমীতে রাজের সঙ্গে কোথায় গেলেন শুভশ্রী?