প্রায় আড়াই বছর কেটে গিয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুত নেই। ২১ জানুয়ারি, অভিনেতার জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে প্রয়াত অভিনেতাকে স্মরণ করে এক এনজিও-র শিশুদের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী সারা আলি খান। কেক কাটলেন, খুদেদের সঙ্গে সুশান্তের জন্মদিনের গান গাইলেন। এ দিন সবুজ সালোয়ার পরে খুব সাধারণ লুকে ধরা দেন সারা।
এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সারা আলি খান। সেখানে দেখা গিয়েছে, তিনি একটি এনজিওর বাচ্চাদের নিয়ে কেক কাটছেন, প্রয়াত অভিনেতার জন্মদিন উপলক্ষে গান গেয়েছেন। গোটা ভেন্যুটা বেলুন এবং রঙিন ফেস্টুনে সাজানো। আরও পড়ুন: সোনালি-সাদা শাড়িতে অপ্সরা জাহ্নবী, ছবি দেখে পাগল হয়ে উঠলেন চর্চিত প্রেমিক শিখর
ভিডিয়ো শেয়ার করে সারা লিখেছেন, 'শুভ জন্মদিন সুশান্ত। আমি জানি অন্য কারও হাসি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর যখন তুমি আমাদের এভাবে দেখবে, তখন নতুন চাঁদ উঠবে। আশা করি আজ আমরা তোমাকে হাসাতে পেরেছি। জয় ভোলেনাথ।' অভিনেত্রী আরও লিখেছেন, 'তোমার মতো মানুষেরা এই বিশ্বটাকে আরও সুন্দর, নিরাপদ এবং খুশি করে তোলে। এভাবেই আনন্দ ছড়াতে থাকুক।'