নভেম্বর মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।আর তাঁর তিন মাস পরেই হঠাৎ অভিনেত্রীর একটি ভিডিয়ো নিয়ে উঠছে প্রশ্ন! দেখা যাচ্ছে বেবি বাম্পে হাত তাঁর। সোফাতে বসে বলছেন, ‘খুব জলদি আমার সন্তানকে হাতে পাবে। আরও একবার মা হতে চলা আমার জন্য সৌভাগ্যের…’! আবার মা হতে চলেছেন নাকি?
আসলে ব্যাপারটা তা নয়! এই ভিডিয়োর মাধ্যমে শুভশ্রী বার্তা দিয়েছেন বাচ্চার স্টেম সেল সংরক্ষণের। আর এটি তোলা হয়েছে যখন দ্বিতীয়বার ইয়ালিনিকে নিয়েই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তবে অনেক অনুরাগীই ধরতে পারেনি ব্যাপারটা। তাই কেউ শুভেচ্ছা জানিয়েছেন, তো কেউ প্রশ্ন তুলেছেন, ‘আবার? তৃতীয় বাচ্চা!’
দুই সন্তান মা এখন শুভশ্রী। ইয়ালিনি আর ইউভানের বেশিরভাগ দায়িত্বই নিজে পালন করতে ভালোবাসেন। অভিনেত্রী, এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিলেন বাড়িতে থাকলে ছেলের সব কাজ করেন তিনি নিজে। ছেলের সঙ্গে খেলা করেন। তখনও অবশ্য জন্ম হয়নি ইয়ালিনির।
মেয়ের মাত্র দু মাসের মাথায় শ্যুট করেছিলেন শুভশ্রী বাবলি সিনেমার। দ্বিতীয়বার মা হওয়ার পর এই ছবি দিয়েি করবেন কামব্যাক। পরিচালকের কুর্সিতে ছিলেন রাজ চক্রবর্তী। ইতিমধ্যেই এই সিনেমার শ্যুটিং শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
আরও পড়ুন: দুজনেই এখন বলি-হিরোইন, প্রেম নিয়ে চর্চায় থাকলেও, সিনেমা হয় না হিট, বলুন তো কে?
বাবলি ছাড়াও শুভশ্রী হাতে নিয়েছেন এসভিএফের আরও একটি প্রোজেক্ট। ফের তিনি দেবালয় ভট্টাচার্যের নায়িকা। গা ছমছমে ছবি ‘আলেয়া’তে দেখা যাবে তাঁকে। ‘রোমিও’-র ১১ বছর পর এসভিএফের ছবিতে দেখা যাবে শুভশ্রীকে। এছাড়াও এই সিনেমায় থাকছেন চিত্রাঙ্গদা চক্রবর্তী।
তবে এসভিএফের ব্যানারে, একটি নয় আপাতত দুটি ছবি হাতে নিয়েছেন নায়িকা। ‘আলেয়া’ ছাড়াও আরও একটি প্রোজেক্টে তিনি। যেটি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী। দীর্ঘ সাত বছর পর ফের এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন রাজ। ছবির নাম ঘোষণা করেননি।। রাজের নিজের বউ ছাড়াও এই সিনেমায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসূয়া মজুমদার ও সোহিনী সেনগুপ্তকে।
আরও পড়ুন: দুজনেই এখন ‘অন্য কারও ঘর’! পিয়া-অনুপমের কথা হওয়া নিয়ে কী বললেন পরমব্রত