বক্স অফিসে এখন একাই রাজত্ব করছে স্ত্রী ২। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপারশক্তি খুরানা অভিনীত এবং অমর কৌশিক পরিচালিত এই হরর কমেডি সিনেমাটি স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই একই দিনে বেদা ও খেল খেল মে-ও মুক্তি পায়। কিন্তু জন আব্রাহাম বা অক্ষয় কুমার কেউই আসতে পারেনি শ্রদ্ধা-রাজকুমারেরটক্করে।
Sacnilk.com মতে, ভারতে আট দিনে স্ত্রী ২ ২৯০.৮৫ কোটি টাকা সংগ্রহ করেছে। সেখানে বেদা-র মোট সংগ্রহ হল ১৭.৫৩ কোটি ও খেল খেল মে-র আয় ১৯.৩ কোটি ।
আরও পড়ুন: আরজি কর নির্যাতিতার ধর্ষণের ভিডিয়ো ও ছবি দেখার ‘চাহিদা’! খোঁজ চলছে পর্ন সাইটে
স্ত্রী ২ বক্স অফিস সংগ্রহ:
শ্রদ্ধা-রাজকুমারের সিনেমার প্রি বুকিং হয়েছিল ৮.৫ কোটি টাকা। মুক্তির প্রথম শুক্রবারে ছবিটি ৩১.৪ কোটি টাকা আয় করে, শনিবার আয় করেছে ৪৩.৮৫ কোটি। রবিবার বক্স অফিসে ৫৫.৯ কোটি টাকার ব্যবসা করে এই সিনেমা। এরপর সোমবার রাখির দিন ৩৮.১ কোটি টাকা এনেছে, মঙ্গলবার এবং বুধবার ২৫.৮ কোটি এবং ১৯ কোটি টাকা আয় করেছে। মুক্তির এক সপ্তাহ পরে আয় একটু কমলেও, নেহাত মন্দ নয়। বৃহস্পতিবার ছবিটি আনুমানিক ১৬ কোটি টাকা সংগ্রহ করেছে। আর সবমিলিয়ে আয় গিয়ে দাঁড়িয়েছে ২৯০.৮৫ কোটি।
আরও পড়ুন: হাসিনার পদত্যাগের পর থেকে ‘নিখোঁজ’ ছিলেন অভিনেতা ফিরদৌস! কোথায় ছিলেন তিনি
খেল খেল মে ভার্সেস বেদা:
বক্স অফিসের পোর্টাল অনুসারে, খেল খেল মে-র ব্যবসায ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার আয় করেছে ০.৯৫ কোটি। এখন ভারতে মোট ব্যবসা ১৯.৩ কোটি। সপ্তম দিনে বিশ্বব্যাপী সংগ্রহের কথা যখন আসে, তখন তা ৩০ কোটি থেকে সামান্য পিছনে।
আর বেদার কথা উল্লেখ করলে, এটির ব্যবসাও হ্রাস পেয়েছে, যা প্রায় ৪৬.৬৭ শতাংশ, বৃহস্পতিবারের আয় ০.৫৩ কোটি। ৭ দিনে এই ছবির ভারতের সংগ্রহ ১৭.৫৩ কোটি। বিশ্বব্যাপী ছবির মোট আয় ২৫ কোটিতেও পৌঁছয়নি।
আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের জের! মুক্তি স্থগিত ২টি বাংলা ছবির, ঘোষণা হল না কোনও নতুন তারিখও
Sacnilk.com রিপোর্ট অনুযায়ী, নিখিল আডবাণী পরিচালিত বেদা-র প্রথম দিনের সংগ্রহ ছিল ৬.৩ কোটি। খেল খেল মে খাতা খুলেছিল ৫.০৫ কোটি দিয়ে।
এদিকে বাংলাতেও বেশ ভালো ব্যবসা করেছে স্ত্রী ২। এমনিতে আরজি কর নিয়ে উত্তাল রাজ্য। তারই মাঝে বাংলার সিনেমা হলে ১ কোটির উপর ব্যবসা করে ফেলেছে শ্রদ্ধা-রাজকুমারের সিনেমা। আর সেই জায়গায়, বাংলারই সিনেমা বুদ্ধদেব গুহর প্রেমের উন্যাস বাবলি নিয়ে সিনেমা ও মৃণাল সেনের বায়োপিক পদাতিকের বাজারে ভাটা।