গত ১৫ই অগস্ট বাংলার বক্স অফিসে মুক্তি পেয়েছিল বাবলি ও পদাতিক। আর জি কর কাণ্ডের মাঝে অস্থির পরিস্থিতি পশ্চিমবঙ্গে। বিচারের দাবিতে পথে নেমেছে বাংলা। এই ইস্যুতে টলিউডের কিছু ব্যক্তির অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ফের 'বয়কট টলিউড' ট্রেন্ডের ছয়লাপ! এর সরাসরি প্রভাব পড়েছে ছবির ব্যবসায়। আরও পড়ুন-‘বাওয়াল হয়ে যাবে..’, বন্ধ গান! আর জি কর কাণ্ডের প্রতিবাদে কবে পথে নামছেন অরিজিৎ? মিলল জবাব
শুভশ্রী-আবিরের বাবলি হোক বা মৃণাল সেনকে নিয়ে তৈরি সৃজিতের ড্রিম প্রোজেক্ট পদাতিক, হল ভরাতে ব্যর্থ টলিউডের দুই এ লিস্টার পরিচালক। কিন্তু তার মানে কিন্তু মোটেই এটা নয় যে বাঙালি হলমুখী হয়নি এই কদিনে। রাজ্যে স্ত্রী ২-র প্রথম দিনের কালেকশন দেখলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে।
প্রথম সাতদিনে পশ্চিমবঙ্গ থেকে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত এই ছবি আয় করেছে ১৫.১৫ কোটি টাকা। শেষ কোন বাংলা ছবি বাংলায় গোটা থিয়েট্রিক্যাল রানে এত টাকা কামিয়েছে? বলতে বেগ পেতে হবে!
ম্যাডক ফিল্মসের হরর-কমেডি স্ত্রী ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী অপ্রতিরোধ্য। শনিবার এক্স হ্যান্ডেলে প্রযোজনা সংস্থাটি জানায়, এখনও পর্যন্ত গোটা বিশ্বে ৪৫৬ কোটি টাকা আয় করেছে এই ছবি। ইন্ডিয়ায় ছবির কালেকশন ৩৮৬ কোটি, বিদেশে আয়ের পরিমাণ ৭০ কোটি টাকা।
শুক্রবার নবম দিনে ভারতে ১৯.৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে স্ত্রী ২-এর।ছবির টিম পোস্টটির ক্যাপশনে লিখেছে, ‘স্ত্রী ২ দ্বিতীয় সপ্তাহান্তে তার জাদু অব্যাহত রেখেছে! ঝড়টা আরও জোরালো হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ’।
ছবির লেখক নীরেন ভাট সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ছয় বছর ধরে লোকেরা ছবিটি সম্পর্কে কথা বলছে, তবে আমরা প্রত্যাশা নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। কিছু লোক অভিযোগ করে যে প্রচুর হাস্যরস রয়েছে তবে হরর এলিমেন্ট কম আছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সব ভূতই আমাদের সমাজের অন্দরে আছে। সারকাটা পিতৃতন্ত্রের সবচেয়ে বিকৃত রূপ। স্ত্রীই মাতৃতন্ত্রের প্রতীক, সে ডাইনি নয়। ভেড়িয়া বনের রক্ষাকর্তা। আমরা এই চরিত্রগুলিকে একটি নির্দিষ্ট উপায়ে ডিজাইন করেছি।’
রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠি এবং অপারশক্তি খুরানা স্ত্রী-এর সিকুয়েলেও কাজ করেছেন। এই ছবিতে অক্ষয় কুমার ও বরুণ ধাওয়ানের বিশেষ ক্যামিও রয়েছে। অন্যদিকে তামান্না ভাটিয়ার আইটেম ডান্স ছবির অন্যতম হাইলাইট।