টিআরপি-র লড়াইতে এগিয়ে থাকতে একের পর এক ধারাবাহিক নিয়ে আসছে স্টার জলসা। ইতিমধ্যেই ‘নবাব নন্দিনী’, ‘এক্কা দোক্কা’র ঘোষণা করে ফেলেছে চ্যানেল। খবর আরও একটা নতুন ধারাবাহিকের কথা ভাবা হচ্ছে। ব্লুজ প্রোডাকশনের তরফে আনা হচ্ছে এই সিরিয়াল।
প্রসঙ্গত, ব্লুজ এন্টারটেনমেন্টের সঙ্গে মাঝে ঝামেলা লেগেছিল স্টার জলসার। ফলে সাত তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয়েছিল ‘খুকুমণি হোম ডেলিভারি’। তবে সে সমস্যা এখন মিটেছে। এবং সেই প্রযোজনার তরফেই আসছে নতুন ধারাবাহিক।
মোমপালক, জীবন সাথী খ্যাত শ্রাবণী ভুঁইয়াকে দেখা যাবে নায়িকা চরিত্রে। ‘বরণ’-এর রুদ্রিক অর্থাৎ সুস্মিত মুখার্জি নায়ক। এখন দেখার নতুন এই জুটিকে কতটা ভালোবাসা দেয় দর্শক।
তবে একের পর এক ধারাবাহিকের আগমনে ফের এলোমেলো হতে চলেছে স্টার জলসার টাইম স্লট। ইতিমধ্যেই ‘এক্কা দোক্কা’কে দেওয়া হয়েছে রাত ৯টার স্লট। ফলে সময় পরিবর্তন হবে ‘আয় তবে সহচরী’র। এদিকে ‘নবাব নন্দিনী’র টাইম স্লট ঘোষণা করা হয়নিু এখনও। তবে অবনেকেরই আন্দাজ বিকেল সাড়ে ৬টায় আসবে সেই ধারাবাহিক। গোধূলি আলাপ হয়তো রাত এগারোটাতে চলে যেতে পারে।
আপাতত স্টার জলসার টপার ‘গাঁটছড়া’ আর ‘ধুলোকণা’। ভালো ফল করছে ‘আলতা ফড়িং’ও। গত কয়েকসপ্তাহ ধরে জি বাংলাকে মাত দিচ্ছে স্টার জলসা টিআরপিতে। তাই হয়তো পুরনো হয়ে যাওয়া মেগাগুলো বাদ দিয়ে নতুন নতুন চরিত্র দর্শকদের উপহার দিতে চাইছে চ্যানেল। শুধু একটাই প্রশ্ন, এত নতুন ধারাবাহিকের জায়গা হবে কীভাবে!