ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি। তাঁর নেতৃত্বে নতুন দিশা পেয়েছিল ভারতীয় ক্রিকেট। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফুটবল প্রেম কারুর অজানা নয়। একটা সময় বল পায়ে মাঠ দাপিয়ে বেড়ানোর স্বপ্ন দেখতেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। মারাদোনা তথা আর্জেন্টিনার অন্ধভক্ত সৌরভ গঙ্গোপাধ্যায় সুযোগ পেলেই ফুটবল পায়ে নেন। এবার মহারাজের সেই ফুটবলপ্রীতির ছবি ধরা পড়ল দাদাগিরির মঞ্চে।
বল পায়ে কেরামতি দেখালেন সৌরভ, সঙ্গী হলেন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের অধিনায়ক তৃষা মল্লিক। সম্প্রতি দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন তৃষা। প্রতিযোগী হিসাবে এবার দাদার মঞ্চে হাজির তিনি। এই মুহূর্তে লাল-হলুদের মহিলা ব্রিগেডের অধিনায়ক, তৃষা ময়দান কাঁপাচ্ছেন। দত্তপুকুরের এই কন্যে এখন ভারতীয় মহিলা ফুটবলের অন্যতম পরিচিত নাম। তার সঙ্গেই একটু ফুটবল প্র্যাক্টিস সেরে নিলেন ‘স্ট্রাইকার' সৌরভ।
দাদা নিজের ফেসবুক পেজে একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করেন। সেখানেই দেখা গেল তৃষা মল্লিকের সঙ্গে ফুটবল খেলছেন তিনি। ভিডিয়োর বিবরণীতে সৌরভ লেখেন, ‘নিজের ভিতরের স্ট্রাইকারকে বের করে আনছি’। সৌরভকে রীতিমতো ফুটবল নাচাতে দেখা গেল পেশাদার ভঙ্গিতে। এই মাঠের পুরোনো খিলাড়ি তিনি তা বুঝিয়ে দিলেন ভালোভাবে। ভিডিয়ো অবশ্য তৃষার মুখ স্পষ্ট নয়। সৌরভের সেই ভিডিয়ো শেয়ার করেন তৃষা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ওনার সঙ্গে খেলতে পেরে এবং দেখা করতে পেরে গর্বিত।’
ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ফুটবল প্রশাসনে মন দিয়েছিলেন সৌরভ। শুরুর দিন থেকে অ্যাটলেটিকো ডি কলকাতার অন্যতম কর্ণধার ছিলেন। পরবর্তীতে মোহনবাগানের সঙ্গে এটিকে মিশে গিয়েছে, নতুন দলের নাম হয়েছিল এটিকে মোহনবাগান। আর ২০২৩-২৪ মরশুম থেকে মোহনবাগানের নামের সামনে থেকে উঠে গিয়েছে এটিকে। নয়া দলের নাম হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারইমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকার কারণে স্বার্থের সংঘাতের কারণে ২০২১ সালে এটিকে মোহনবাগান (তৎকালীন) থেকে সরে দাঁড়িয়েছিলেন সৌরভ।
ইস্টবেঙ্গলের তারকা মহিলা ফুটবলার তৃষা। আর্থিক অভাবকে জয় করে ঘুরে দাঁড়িয়েছেন তৃষা। পুরুষদের সঙ্গে ফুটবল খেলা শুরু করেছিলেন তৃষা। স্কুলের হয়ে ফুটবলে মাঠ কাঁপানোর পর মা তাঁকে পেশাদারভাবে ফুটবল খেলানোর সিদ্ধান্ত নেন। ক্যাপ্টেন হওয়ার পর তৃষার হাত ধরে ইতিমধ্যেই কন্যাশ্রী কাপ জিতেছে লাল-হলুদ শিবির। উল্কা গতিতেই তৃষার উত্থান কলকাতার ময়দানে।
প্রসঙ্গত, রবিবার দাদাগিরির মঞ্চে হাজির হতে চলেছে ফুলকি পরিবার। দিব্যানি, অভিষেকদের উপস্থিতিতে জমে যাবেব রবিবারের রাত। এখন সপ্তাহ শেষে অর্থাৎ শনি ও রবিবার রাত ৯.৩০টায় জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে দাদাগিরি।