
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা সৌরভ দাস আর অভিনেত্রী দর্শনা বণিক। অল্প হলেও সত্যি’র সময় থেকে শুরু সৌরভ-দর্শনার বন্ধুত্ব।‘গোলেমালে গোল’-এর সেটে সেই বন্ধুত্বে নতুন রং লাগে। আর চলতি বছরের শীতে পূর্ণতা পেল সেই রূপকথার সফর।
ফিল্মি দুনিয়ার এই হিরো হিরোইনের বিয়ের সবকিছুই সিনেমার মতো সুন্দর। তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেন বিয়ের আয়োজন করা হয়েছিল। দুই বাড়ি থেকে একসঙ্গেই আয়োজন হয়েছিল গায়ে হলুদের। পাশাপাশি বসে একে-অপরকে হলুদ মাখিয়েছিলেন হবু বর আর কনে। হিন্দু রীতি মেনে বিয়ে করেন সৌরভ আর দর্শনা। কোনও লেহেঙ্গা নয়, বেনারসিতে সেজেছিলেন দর্শনা লাল টুকটুকে বউ। আর সৌরভ পরেছিলেন সাদা পঞ্জাবি-ধুতি আর জরদৌসির ওড়না।
১৭ ডিসেম্বর দুপুরে সৌরভের বাড়িতে হয়ে গেল ঘরোয়া করে ভাত-কাপড়। এদিনও লাল রঙের শাড়িতেই দেখা গেল দর্শনাকে। ম্যাচিং লাল ব্লাউজ। হাতে-গলায়-কানে সোনার গয়না। খোঁপা বাঁধা চুলে। আর সৌরভ পরেছিলেন সাদা পাজামা-পাঞ্জাবি।
এবারেও বাধ্য ছেলের মতো নিয়ম মেনে নতুন বউয়ের হাতে তুলে দিলেন ভাত-কাপড়ের থালা। এরপর দর্শনা সৌরভকে প্রণাম করতেই আদর করে হাত রাখলেন মাথায়। আর তারপরেই দেখা গেল, সৌরভও টুক করে প্রণাম করে নিলেন নিজের সহধর্মিনীকে। আর সবশেষে একটা উষ্ণ আলিঙ্গন।
সৌরভ আর দর্শনার বিয়ের খবর সামনে আসার পর ট্রোল করেছিলেন অনেকেই। যা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন দুজনেই। একজন ‘ফালতু ছেলে’ সৌরভকে বললে, অভিনেতার জবাব ছিল, ‘দর্শনার আমাকে ফালতু ছেলে লাগেনি তাই বিয়ে করছে। যদি কখনও লাগে, তাহলে নয় ম্যাসেজ করে বলব, ভাই তুমি ঠিকই বলেছিলেন।’
আর দর্শনা জানিয়েছেন, সৌরভ খুব সংবেদনশীল। এমনকী তাঁর থেকেও বেশি। সৌরভকে নিয়ে অনেকেরই মনে কিছুু ধারণা আছে। যার মধ্যে অনেকগুলো অভিনেতার করা কিছু চরিত্রের থেকেও তৈরি হওয়া। তবে মানুষটা বাস্তবে একদমই নাকি তেমন নয়। সবাইকে খুব সম্মান দেন। সেটে পরিচালক-প্রযোজক থেকে স্পট বয়, সবাইকে একভাবে সম্মান দিয়েই কথা বলে।
একাধিক সম্পর্কের খবর সামনে এসেছে সৌরভের। অনিন্দিতার সঙ্গে দীর্ঘদিন লিভ ইন করেন। মধুমিতা সরকারের সঙ্গে সৌরভের পাহাড়ে ছুুটি কাটানোর ছবি নিয়েও কম চর্চা হয়নি। তবে এসবই অতীত। আপাতত গুছিয়ে সংসার করতে চান দুজনেই।
দর্শনা যেমন সাফ জানিয়েছেন, তিনি লিভ ইনে বিশ্বাসী নন। সৌরভও চাননি। দুজনেই চেয়েছিলেন, বিয়ে করে দেখতে সম্পর্কটা কতটা কাজ করছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports