আচ্ছা, আপনি ভূতে ভয় পান? এই প্রশ্ন আমরা মোটামুটি সকলেই একে-অপরকে করে থাকি। কখনও কারও মুখ থেকে ভুত দেখার গল্প শুনতেও বেশ লাগে। যতই ভয় লাগুক, ভূতের প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে মানুষের। তবে, অভিনেতা-বিধায়ক সোহম ভাগ করে নিলেন তাঁর জীবনের অন্যতম এক ভয়ঙ্কর অধ্যায়। তাও আবার দাদাগিরির মঞ্চে এসে। যা তাঁকে ঘুমতো দেয়নি প্রায় দেড় মাস। দাদাগিরির একটা এপিসোড সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজের ভয়ের অভিজ্ঞতা শেয়ার করে নিতে দেখা যায় সোহমকে। তিনি জানান, ‘মাঝে চোখ বুজলেই দেখতে পেতাম পুড়ে যাওয়া সাদা-কালো একটা মুখ আমার দিকে তাকিয়ে আছে। শুয়ে আছি, দেখতাম ঘরের কোনে দাঁড়িয়ে আছে। তারপর যখন ব্যাপরটা বাড়তে থাকে আমি এই বিষয়ে বিশেষজ্ঞ এক ব্যক্তির কাছে যাই। সে এসে জানায়, হ্যাঁ ওই তো ও দাঁড়িয়ে আছে, পুড়ে মারা গেছে।’ সোহমের অভিজ্ঞতা শুনে মঞ্চে উপস্থিত আর সকলেও ভয় পেয়ে যান। সৌরভ জানান, তিনিও বহুবার এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন নানা হোটেলে। ইংল্যান্ড ট্যুরের একটি ভূতুরে গল্পও বলতে শোনা যায় তাঁকে। প্রসঙ্গত, মাঝে ‘দাদাগিরি’তে প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে বেশ কিছু এপিসোড করা হয়েছিল। যা বেশ সমালোচিত হয়েছিল দর্শকদের মধ্যে। সেই সময় কেউ কেউ দাবি করেছিলেন, এই সব গাঁজাখুরি গল্প শুনিয়ে এত জনপ্রিয় একটা গেম শো নষ্ট করে দেওয়া হচ্ছে।