সিদ্ধার্থ মালহোত্রা সদ্যই তাঁর আগামী ছবি যোদ্ধার নতুন দুটো পোস্টার প্রকাশ্যে এনেছেন। একই সঙ্গে এই ছবির নতুন রিলিজ ডেটের কথাও ঘোষণা করেছেন তিনি। এই ছবিতে একজন সৈনিকের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থকে। তাঁর পাশাপাশি এখানে দিশা পাটানি এবং রাশি খান্নাকেও দেখা যাবে। নতুন দিন অনুযায়ী কবে মুক্তি পাচ্ছে যোদ্ধা? আগামী বছরের ১৫ মার্চ আসছে সিদ্ধার্থের নতুন ছবি। আগের ডেট অনুযায়ী চলতি বছরের ৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। সেদিন মুক্তি পেলে এটার সঙ্গে টক্কর জমতো ক্যাটরিনা কাইফের মেরি ক্রিসমাস ছবির।
যোদ্ধার নতুন পোস্টার
সিদ্ধার্থ এদিন যোদ্ধার নতুন দুটো পোস্টার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেটা শেয়ার করে লেখেন, 'অ্যাকশন এবং থ্রিলের জন্য তৈরি হয়ে যান। নিজেদের সিটবেল্ট বেঁধে নিন। যোদ্ধা রিলিজ হচ্ছে ২০২৪ সালের ১৫ মার্চ।' যোদ্ধা ছবির পোস্টারে তাঁকে ইউনিফর্ম পরে হাতে বন্দুক ধরে দেখা যাচ্ছে। তাঁর ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে একটি প্লেন উড়ে যাচ্ছে। আরেকটি ছবিতে তাঁকে অ্যাকশন করতে দেখা যাচ্ছে। সেখানে তাঁর হাতে ধরা আছে একটি ভাঙা কাঁচের বোতল।
আরও পড়ুন: 'তোর এখনও বাপ হওয়ার...' জওয়ানের সংলাপ বলে দাদাগিরি খুদে শাহরুখের, সৌরভ কী বললেন?
আরও পড়ুন: একটা দুটো নয়, মোট কটা অ্যাকশন সিকোয়েন্স আছে টাইগার ৩-তে? কী জানালেন পরিচালক?
কে কী লিখলেন এই পোস্টে?
সিদ্ধার্থ মালহোত্রার স্ত্রী কিয়ারা আডবানি এই পোস্টে 'উফ' মন্তব্য করেন। আরেক ব্যক্তি লেখেন, 'ওঁকে ইউনিফর্মে যা লাগে, উফ!' আরেকজন এতবার দিন বদলানোর জন্য ক্ষোভ প্রকাশ করে লেখেন, 'আপনার যোদ্ধার মুক্তি এতবার কেন পিছিয়ে দেওয়া হচ্ছে?'