দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। তাঁকে বর্তমানে রাঙা বউ ধারাবাহিকে দেখা যাচ্ছে। আগামী রবিবার অর্থাৎ ১৭ ডিসেম্বর শেষ হচ্ছে এই ধারাবাহিকের পথচলা। ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিং। তার মধ্যেই আগামী রবিবারই দিদির মঞ্চে খেলতে এসে আগামী পরিকল্পনা জানাবেন শ্রুতি।
দিদি নম্বর ওয়ানে শ্রুতি
দিদি নম্বর ওয়ানে খেলতে এসে শ্রুতি দাস জানাবেন তাঁর আগামী পরিকল্পনা। এদিন এসে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর সোশ্যাল ম্যারেজ থেকে ফ্যামিলি প্ল্যানিংয়ের বিষয়ে সবিস্তারে জানাবেন সবটা।
আরও পড়ুন: সৌরভের নাম ভাঙিয়ে ভিনরাজ্যে সুবিধা নিচ্ছেন বহু বাঙালি! দাদা বললেন, 'কতজন যে এভাবেই...'
আরও পড়ুন: পর্দার মতোই বাস্তবেও ‘রাণী’ অভিকাকে চোখে হারান ‘দুর্জয়’ অর্কপ্রভ, আগলে রেখে বললেন, 'আমরা পুরো টম অ্যান্ড জেরি...'
কথায় কথায় শ্রুতি বলেন, '২৫ -এ সোশ্যাল ম্যারেজ করব। আর ৩০ -এ বেবি হবে।' অভিনেত্রীর কথা শুনে স্তম্ভিত হয়ে যান রচনা, কেবল বিয়ে নয়, সন্তানের কথাও ভেবে রেখেছেন শ্রুতি। সঞ্চালিকা অবাক হয়ে বলেন, 'এটাও ভেবে রেখেছিস!' সেটার উত্তরে শ্রুতি পাল্টা উত্তর দিয়ে বলেন, 'আমি খালি ভাবছি আমার বরের কত বয়স হবে।' শ্রুতির কথা বলার ধরনে সবাই হেসে ফেলেন।
আসলে শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর এই বছর আইনি বিয়ে সারেন। তাঁদের বয়সের ফারাক অনেকটাই। তাই নিয়ে তাঁদের অনেক ট্রোলের মুখে পড়তে হয়। এদিন সেটাকেই ইঙ্গিত করে এমনটা বলেন অভিনেত্রী।
আরও পড়ুন: নতুন মেগা 'কথা' হিট করলেই সাহেব ভক্তদের দেবেন উপহার! সুস্মিতাকে পাশে নিয়ে বললেন, 'সবাইকে ডেকে নিজের...'