
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কিশোরী বয়স থেকে বলিউডে অভিনয় শুরু। মাত্র কয়েক বছরের কেরিয়ারে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন অভিনেত্রী দিব্যা ভারতী। আজ তাঁর ৪৮তম জন্মবার্ষিকী। প্রায়শই ভক্তদের সঙ্গে মজা করে নায়িকা বলতেন, তাঁর সঙ্গে দেখা করে হাত মেলানোর পর হাত যেন না ধোয়া তারা।
তামিল সিনেমা ‘নিলা পিন্নে’ দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন দিব্যা ভারতী। সেই বছরই তেলুগু সিনেমা ‘ববিলি রাজু’তেও অভিনয় করেছেন। তারপরে তিনি চিরঞ্জীবী, মোহন বাবু এবং নন্দামুরি বালাকৃষ্ণের মতো শীর্ষ তেলুগু তারকাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি।
১৯৯২ সালে ‘গীত’ সিনেমার সেট থেকে এক সাক্ষাৎকারে দিব্যা ভারতী অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ নিয়ে অকপট। নায়িকা বলেছিলেন, 'এক সমাবেশে গিয়েছিলাম। আমার বাবা অমিতাভ বচ্চনকে জানতেন, 'ওই হ্যালো, হাই'। তাই বাবা আমাকে (তাঁর সঙ্গে) পরিচয় করিয়ে দেন। তিনি আমাকে দেখে হাতজোড় করেন। ফিরে আসার আগে আমি হাত মেলাই। সঙ্গে সঙ্গে মা বলে ওঠেন, ‘ছুঁয়ো না। উনি হাত মিলিয়েছেন। আগামী ১০ দিন হাত ধুয়ো না। কাকতালীয়ভাবে, আমাকে আমার হাত ধুতে হয়েছিল, তাই ধুয়েছি।'
এরপরই দিব্যা বলেন, ‘এখন যখন কেউ হাত নাড়ায়, শুধুমাত্র বোকা বানানোর জন্য আমি বলি, দ্যাখো আমার সঙ্গে হাত মিলিয়েছ, গিয়ে হাত ধুয়ে ফেলো না। নিজের হাতে চুম্বন করো’।
১৯৯১ সালে ‘বিশ্বাত্মা’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন দিব্যা ভারতী। তাঁর অন্যতম হিট গান ‘সাত সামুন্দার পার’। ১৯৯২ সালে ‘শোলে অউর শাবনাম’ ছবিতে গোবিন্দার সঙ্গে অভিনয় করেছেন তিনি। ঋষি কাপুর এবং শাহরুখ খানের সঙ্গে ‘দিওয়ানা’ ছবিতে অভিনয় করেছেন। ১৯৯৩ সালে মৃত্যুর আগে দিব্যা ভারতীর শেষ মুক্তি ছবি ‘ক্ষত্রিয়’। ১৯৯৩ সালে দিব্যার মৃত্যুর পর ‘রঙ’ এবং ‘শতরঞ্জ’ ছবি মুক্তি পেয়েছিল নায়িকার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports