শুক্রবার শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে মুম্বইয়ের একটি ইভেন্টে দেখা গেল। ইভেন্টের শেষে তাঁকে পাপারাৎজিরা ছেঁকে ধরলে তিনি তাঁদের যেতে দেওয়ার জন্য অনুরোধ করেন। এদিন এই ইভেন্টের জন্য মীরা একটি কালো এবং সাদা বডিকন ড্রেস পরেছিলেন। সঙ্গে তিনি একটি পনিটেল করেছিলেন। এই পোশাকের সঙ্গে মানানসই হিলও পরেছিলেন শাহিদ পত্নী।এই ভিডিয়ো শেয়ার করে এক পাপারাৎজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। সেখানে মীরা রাজপুতকে এই ভিডিয়োয় বলতে শোনা যায়, 'আমার বাচ্চারা কাল স্কুলে যাবে। কাল ওদের স্কুল আছে। আপনারা আমায় যেতে দিন আজ।' এই কথাটি বলতে বলতে হেসে ফেলেন শাহিদ পত্নী। তাঁর সামনে থাকা সমস্ত চিত্রগ্রাহকরা এই কথা মেনে নেন, তাঁকে যেতে দেন তারপর। অনুমতি পেতেই তিনি সবাইকে হাত নেড়ে বিদায় জানিয়ে লিফটে উঠে পড়েন।এই ভিডিয়ো পোস্ট করে একটি সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লেখা হয়, 'একদম সেলফ ডিসিপ্লিন মা। কী সুন্দর সন্তানদের সকালে স্কুল আছে বলে সঠিক সময় ইভেন্ট থেকে বেরিয়ে গেলেন।' অভিনেত্রী রেশমি দেশাই তাঁর এই পোস্টে রিঅ্যাক্ট করেছেন। বহু মীরা এবং শাহিদ ভক্তরা এই পোস্টে নিজেদের মতামত জানান, তাকে বাহবা দেন।২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন মীরা এবং শাহিদ। তাঁদের বিয়েটা বাড়ির লোকজন দেখে শুনে দেন। বর্তমানে তাঁদের দুটি সন্তান আছে। মীরা পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। গত বছর এই তারকা জুটি মুম্বইয়ের ওয়ার্লিতে একটি আলিশান ডুপ্লেক্স ফ্ল্যাটে শিফট করেন। সূত্রের মারফত জানা গিয়েছে তাঁদের এই ফ্ল্যাটের দাম ৫৪ কোটি টাকা। ছয়টা পার্কিং লট, ব্যালকনি সহ ৫০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট থেকে দুর্দান্ত ভিউ দেখা যায়।শাহিদ এবং মীরা মাঝে মধ্যেই তাঁদের ব্যক্তিগত জীবনের একাধিক ছবির সোশ্যাল মিডিয়ায় পোস্ট সকলের সঙ্গে ভাগ করে নেন।