২১ ডিসেম্বরের প্রতীক্ষায় রয়েছেন শাহরুখ অনুগামীরা। ‘পাঠান’, 'জওয়ান'-এর পর আসছে 'ডাঙ্কি'। জানা যাচ্ছে, মুক্তির আগেই শুধুমাত্র অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ে ১.২৪ কোটি টাকা আয় করে ফেলেছে শাহরুখের ডাঙ্কি। তবে তারপরও ছবির প্রচারে কোনও কসরত ছাড়ছেন না 'কিং খান' শাহরুখ।
‘Dunki’ মুক্তির আগে ছবির প্রচারে শাহরুখ পৌঁছে গিয়েছিলেন 'দুবাই'। আর সেখানেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে 'ডাঙ্কি'র প্রেক্ষাপট-ই ফাঁস করে বসলেন শাহরুখ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শাহরুখ এই কাণ্ডটাই ঘটিয়েছেন।
ঠিক কী বলেছেন শাহরুখ খান?
'বাদশা' বলেন, 'ডাঙ্কি' হল নিজের বাড়িকে 'মিস' করার গল্প। যাঁরা বাড়ি ছেড়েছেন, তাঁরা এটা খুব ভালো করেই অনুভব করবেন। শাহরুখকে বলতে শোনা গেল, ‘মা, বাবা, সন্তান, পরিবারের সকলকে নিয়ে ছবিটা দেখে আসুন। এতে অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে। আর আমি জানি, অনেক মানুষ যাঁরা নিজের বাড়ি ছেড়েছেন, এমনকি আপনারা যাঁরা নিজে ঘর ছেড়ে দুবাইয়ে এসেছেন, এটাকেই দ্বিতীয় বাড়ি করে নিয়েছেন। যেমন ইন্ডিয়া, বাংলাদেশে, অন্যান্য আরও দেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে অনেকেই এসেছেন, যাঁরা বাড়ি ছেড়ে এই দুবাইতে এসে আছেন। আপনারা ঘর ছেড়ে এসেছেন, তবে এই ঘরকে আবার আপন করে নিয়েছেন। তবে আপনারা নিজের বাড়িকে এখনও ভালোবাসেন, সেখানে ফিরে যেতে চান, এই ছবির গল্প সেটাই, Where Home is, Where Heart is…’।
আরও পড়ুন-RRKPK 'রানি চ্যাটার্জি'র স্টাইলে সাজলেন শানায়া, পারলেন কি আলিয়াকে টেক্কা দিতে?
আরও পড়ুন-শাহরুখের সঙ্গে মতবিরোধ, আমিরের সঙ্গে স্বচ্ছন্দ নই, কেন বললেন বিশাল ভরদ্বাজ!
শাহরুখের মুখে এমন কথা শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন। সেই উচ্ছ্বাস ধরা পড়ে দর্শকদের উন্মাদনায়। দুবাইতে 'ও মাহি' গানে পারফর্ম করেন কিং খান শাহরুখ। তখন মুগ্ধ হয়ে শাহরুখে বুঁদ হয়ে যান উপস্থিত দর্শকরা। এছাড়াও 'পাঠান'-এর 'ঝুমে যো পাঠান' গানে পারফর্ম করতে দেখা যায় শাহরুখকে।
এছাড়াও দুবাইতে শাহরুখকে তাঁর একসময়ের জনপ্রিয় 'ছঁইয়া ছঁইয়া' গানে নাচতে দেখা যায়, আবার কখনও সিগনেচার স্টাইলে পোজ দেন কিং খান।
শাহরুখ খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বোমান ইরানি, তাপসী পন্নু। ছবিতে গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। গল্পটি এমন পাঁচ বন্ধুকে নিয়ে যাঁদের একমাত্র স্বপ্ন হল একটা সুন্দর ভবিষ্যতের জন্য লন্ডনে যাওয়া।