বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan Birthday Bash: শাহরুখের জন্মদিন পার্টিতে ফাটিয়ে আনন্দ করলেন করিনা, করিশ্মারা, দেখুন ছবি
পরবর্তী খবর
Shah Rukh Khan Birthday Bash: শাহরুখের জন্মদিন পার্টিতে ফাটিয়ে আনন্দ করলেন করিনা, করিশ্মারা, দেখুন ছবি
1 মিনিটে পড়ুন Updated: 03 Nov 2023, 10:41 AM ISTPriyanka Bose
Shah Rukh Khan Birthday Bash: জন্মদিনে ফ্য়ানদের ‘ডাঙ্কি’র টিজার উপহার দিয়েছেন শাহরুখ। এরপরই জন্মদিন রাতে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ, যেখানে উপস্থিত ছিলেন অনেক বলিউড সেলিব্রিটি।
Ad
শাহরুখের জন্মদিন পার্টির ছবি
২ নভেম্বর, ৫৮ বছরে পা রেখেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। তিন দশক ধরে বলিউডের কিং খান তিনি। প্রতি বছরের মতো এ দিনও রাত ১২টায় ভক্তদের জন্য মন্নতের ব্যালকনিতে হাজির হন শাহরুখ। মন্নতের সামনে অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
জন্মদিনে ফ্য়ানদের ‘ডাঙ্কি’র টিজার উপহার দিয়েছেন শাহরুখ। ভক্তদের সঙ্গে বিশেষ উপায়ে জন্মদিন সেলিব্রেট করেছেন তিনি। এ দিনের অনুষ্ঠানে শাহরুখের গ্র্যান্ড এন্ট্রি ছিল চোখে পড়ার মতো। ‘ঝুমে জো পাঠান’ আর ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’র তালে নেচে আরও একবার সকলের মন জয় করেছেন। এরপরই বাড়ির সকল এবং নিকটজনেদের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনের পালা। আরও পড়ুন: এই খাবারের থালিতে দেখা যাচ্ছে এক ভারতীয় ক্রিকেটার মুখ! বলুন তো কে
জন্মদিনে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ, যেখানে উপস্থিত ছিলেন অনেক বলিউড সেলিব্রিটি। হাজির ছিলেন কাপুর সিস্টার্স করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, অমৃতা আরোরা থেকে আরও অনেক বলিউড সেলিব্রিটি। ভেন্যুতে যাওয়ার আগে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন কেউ কেউ।
শাহরুখের জন্মদিন অনুষ্ঠানের ছবি
বৃহস্পতিবার রাতে শাহরুখের জন্মদিন পার্টি থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করেছেন করিনা কাপুর খান। এ দিন সাদা রঙের অফ-শোল্ডার শার্টিনের পোশাক পরে পার্টিতে হাজির হয়েছিলেন বেবো। সবুজ রঙের সিক্যুইন কাজ করা লং ড্রেস পরে দেখা মেলে করিশ্মার।