করোনা অতিমারীর কাঁটা অতিক্রম করে এই বছর ফের বসছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বর্ণাঢ্য আসর। আর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসবে চাঁদের হাট। ছবি উৎসবে শামিল হতে ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন অমিতাভ-জয়া। শাহরুখ-রানিরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন দুপুরে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে একসঙ্গে দেখা মিলল ‘কুছ কুছ হোতা হ্যায়’ জুটির।
এয়ারপোর্টে পাপারাৎজিদের পুরোপুরি এড়িয়ে গেলেন শাহরুখ। অনেকর মতেই নিজের বর্তমান লুক প্রকাশ্যে আনতে চাইছেন না শাহরুখ। একসঙ্গে দুটো ছবির শ্যুটিং চালাচ্ছেন অভিনেতা। আপতত আড়ালেই থাকতে চান তিনি। অন্যদিকে ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তি পেতেই বিতর্ক ঘিরে ধরেছে বাদশাকে। তবুও দিদিকে দেওয়া কথা রাখতে এদিন ঝটিকা সফরে তিলোত্তমায় পা দিচ্ছেন শাহরুখ। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে এদিন এয়ারপোর্টে দেখা গেল কালো ক্যাজুয়াল পোশাকে। অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে বিমানে চাপেননি শাহরুখ। তবে মুম্বই থেকেই সেজেগুজে রওনা দিলেন রানি।

ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে শাহরুখ (Varinder Chawla)
এদিন কালো রঙা শাড়িতে ঝলমল করেন আদিত্য চোপড়া ঘরণী। চুলে খোঁপা, কানে ঝুমকো, চোখে রোদ চশমা-ক্যামেরা তাক করে হাসিমুখে পোজ দিলেন রানি।

কলিনা বিমানমন্দরে কালো শাড়িতে মোহময়ী রানি (Varinder Chawla)
দীর্ঘদিন পর কলকাতায় একমঞ্চে পাওয়া যাবে শাহরুখ, রানি, অমিতাভ, জয়া, অভিষেকদের। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকবেনই। এছাড়া বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়। থাকছেন অরিজিৎ সিংও। এছাড়াও টলিউডের নায়ক-নায়িকারা তো থাকবেনই।
শাহরুখ আপতত ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘পাঠান’ নিয়ে। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘ডাঙ্কি’ এবং ‘জওয়ান’। অন্যদিকে রানিকে আগামী বছর রুপোলি পর্দায় দেখা যাবে বাঙালি বধূর ভূমিকায়। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবি নিয়ে হাজির হবেন এই বাঙালি অভিনেত্রী। তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে। বক্স অফিসে ধরাশয়ী অবস্থা হয় এই ছবির।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাহরুখ-রানির রসায়ন দেখতে মুখিয়ে আছে সকলে। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডারের বক্তব্যে কী চমক থাকবে? সেই দিকেও তাকিয়ে বাদশার বাঙালি ভক্তরা। বাংলা বলে যে শাহরুখ সকলকে চমকে দেবেন তেমন প্রত্যাশা সকলেরই।