চেম্বুরে কনসার্ট চলাকালীন সোনু নিগমের উপর হামলার ঘটনায় এবার সরব হলেন তাঁর সঙ্গীতশিল্পী বন্ধু শান। গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শান। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। সোনুর উপর হামলার ঘটনা তাঁকে কষ্ট দিয়েছে, একথা জানিয়ে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সঙ্গীতশিল্পী। ঘটনায় সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছেন শান।
হামলার ঘটনায় সরকারি হস্তক্ষেপ চেয়ে ইন্ডিয়ান সিঙ্গার রাইটস অ্যাসোসিয়েশন (ISRA) থেকে একটি চিঠি শেয়ার করেছেন শান। যে চিঠিতে লেখা রয়েছে, চেম্বুরে একটি সঙ্গীতানুষ্ঠানে আমাদের কিংবদন্তি গায়ক সোনু নিগম এবং তাঁর টিমের উপর গুরুতর হামলার কথা জানতে পেরে আমরা গভীরভাবে মর্মাহত। এটা লজ্জার বিষয় যে একজন সম্মানীয় শিল্পীকে মারধর করা হয়েছে। এই ঘটনায় দেশের সমস্ত গায়ক আঘাত পয়েছেন, সকলেই উদ্বিগ্ন। আমরা তাই মহারাষ্ট্র সরকার এবং প্রশাসনের কাছে পদক্ষেপ করার অনুরোধ জানাচ্ছি। যাতে কোনও গায়ক কিংবা শিল্পীর সঙ্গে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। সেটা যেন সরকারের তরফে নিশ্চিত করা হয়।'