বাংলা নিউজ > বায়োস্কোপ > Saregamapa 2024: 'খুদে কমরেড' আরাত্রিকার গণসংগীতে মিলল রবি ঠাকুর, নেপথ্যে গৌতম হালদার! স্তব্ধ কৌশিকিরা
এখনও স্কুলের গণ্ডি পার করেননি, ইতিমধ্যেই তাঁর খ্য়াতি ছড়িয়ে পড়েছে বাংলার ঘরে ঘরে। বাঁকুড়ার ভাদুলের মেয়ে আরাত্রিকা মাইতির কন্ঠের জাদুতে বুঁদ শুধু সারেগামাপা-র বিচারকরা নন, বাংলার আম জনতাও। বিধানসভা ভোটের পর ২৪-এর লোকসভা ভোটেও বামশূন্য, তবুও নতুন ভোরের স্বপ্ন দেখা 'খুদে কমরেড' আরাত্রিকা সিনহা এবার গণসঙ্গীতের পসার সাজিয়ে হাজির সারেগামাপা-র মঞ্চে। আরও পড়ুন-‘খুদে কমরেড’ আরাত্রিকা ফের চমকে দিল সারেগামাপায়, গ্র্যান্ড প্রিমিয়ারে সঙ্গী জোজো