চর্চায় শোয়েব-সানিয়া। পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক। তৃতীয় বেগম হিসাবে ঘরের মেয়েকেই পছন্দ করেছেন শোয়েব। এদিকে শোয়েবের বিয়ের দিনই জানা যায়, টেনিস তারকা সানিয়া মির্জা ‘খুলা’ (খুলা হল শরিয়ত আইন মেনে মুসলিম মহিলারা নিজ উদ্যোগেই স্বামীর থেকে আলাদা হতে পারেন) দিয়েছেন শোয়েবকে। প্রসঙ্গত, শোয়েব-সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন অবশ্য বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। ২০২২ থেকেই শোয়েব-সানিয়াকে সেভাবে একসঙ্গে আর দেখা যায়নি।
এদিকে শুধু এদেশে নয়, শোয়েবের তৃতীয় বিয়ে নিয়ে চর্চা চলছে পাকিস্তানেও। সেদেশের সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে লেখালিখি শুরু হয়েছে।
অখুশি শোয়েব মালিকের পরিবার'
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শোয়েব মালিকের তৃতীয় বিয়েতে শোয়েবের পরিবারের কেউই নাকি উপস্থিত ছিলেন না। পাকিস্তান ডেইলি জানিয়েছে, টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শোয়েবের বোনরা। পাক সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, শোয়েব মালিকের বিবাহ-বহির্ভূত সম্পর্কে ক্লান্ত হয়ে পড়েছিলেন মির্জা। এমনটাই নাকি বলছেন খোদ শোয়েবের বোনেরাই।
যদিও মালিকের বোনেরা কেউই ক্রিকেটারের তৃতীয় বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন-ঋতুমতী হওয়ার পর ভাইয়ের থেকে লুকিয়ে প্যাড ফেলতে গিয়েছিলেন, সুশান্ত সেদিন বলেন…অকপট শ্বেতা
সানিয়া-শোয়েবের বিচ্ছেদ
শোয়েবের পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন ‘এটা খুলা। এর বাইরে আমি কোনও মন্তব্য করতে চাই না। খুলা একজন মুসলিম নারীর একতরফাভাবে তার স্বামীকে তালাক দেওয়ার অধিকার।’