সলমন খান সম্প্রতি তাঁর ভাগ্নে আরহান খানের পডকাস্ট, ' ডাম্ব বিরিয়ানি' তে উপস্থিত হয়েছিলেন। আর সেখানেই ভাগ্নেকে বকা লাগাতে দেখা গেল ভাইজানকে। নিজে বিয়ে করেননি, তবে পরিবার অন্ত প্রাণ সলমন খান। ভাই-বোন, ভাগ্নে-বোনপোদের নিয়েই ভরা সংসার তাঁর। কিন্তু এভাবে কী কারণে ধমক খেল মালাইকা আরোরা ও আরবাজ খানের ছেলে?
২০২৪ সালে, আরহান খান তার নিজস্ব পডকাস্ট শুরু করেছিলেন। তবে কয়েকটি এপিসোডের পরই সেটা বন্ধ হয়ে যায়। তবে এবার সামনে এল কাকা সলমনকে অতিথি হিসেবে নিয়ে নতুন সিজন। আর দেখা গেল, শুরুতেই আরহান ও তাঁর বন্ধুদের থামালেন সলমন। বললেন, ‘প্রথমে তো তোমরা এটা হিন্দিতে করো (সেখানে সকলেই ইংরেজিতে কথা বলছিলেন)।’
আরও পড়ুন: ‘মুডি’ বদনামে হারান কাজ! সিরিয়ালে ফেরা নিয়ে তৃণার জবাব, ‘হয়তো আমার কোনো জিনিস…’
আর সলমনের মুখে এমন কথা শুনে আরহানের এক বন্ধু জবাব দেন, ‘হিন্দি খুব খারাপ’। তাতে সলমন বলেন, ‘তোমরা হিন্দিতে কথা বলো, আমি ঠিক করে দেব’। এখানেই না থেমে থেকে সলমন খান আরও বলেন, ‘তোমাদের লজ্জা হওয়া উচিত যে তোমরা হিন্দি জানো না। তোমাদেরকে সেইসব দর্শকদের কথা ভাবতে, হবে যারা শুধু হিন্দি বলে বা বোঝে। কারণ তোমরা তো এটা নিজের জন্য করছো না, তাই না? কাউকে দেখানোর জন্য।’ এমনকী, ভাইপো ও তাঁর তরুণ বন্ধুদের কেরিয়ার নিয়েও পরামর্শ দিতে দেখা গেল সলমন খানকে।
আরও পড়ুন: সারেগামাপা ২০২৪-এর যুগ্ম বিজেতার নাম ফাঁস! এদিকে পার্টি মুডে আরাত্রিকা-দেয়াশিনীরা, সামনে এল ছবি
আরও পড়ুন: বিয়ে করতে না করতে সাহেব-সুস্মিতার জীবনে ভয়ঙ্কর ভিলেন! নতুন মুখ কথায়, কে তিনি?
এরপরই দেখা যায় সলমন পরামর্শ দেন আরহানকে তাঁর সময়সাময়িকদের সঙ্গে নিজের তুলনা করতে। বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, সিদ্ধার্থ মলহোত্রাদের শক্তি আর দূ্বলতা দেখতে, যাতে নিজের জন্য একটা সঠিক পথ তৈরি করতে পারেন কেরিয়ারে। ‘টাইগার শ্রফকে দেখো, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা, তোমার এখন মনে হতে পারে তুমি ওদের থেকে ভালো। এটাই তোমার গোল, ও ওভাবে অভিনয় করেছে, ওভাবে মারামারি করেছে, এগুলো আমার টার্গেট। আমাকে এর থেকে ভালো করতে হবে।’