বলিউডের অন্যতম মোস্ট এলিজেবল ব্যাচলার সুপারস্টার সলমন খান। তাঁর স্টারডম আকাশ ছোঁয়া। তবে শুরু থেকেই কিন্তু এতটা লাইমলাইটে ছিলেন না সেলিম পুত্র। বরঞ্চ অনেক স্ট্রাগল করতে হয়েছে তাঁকে। কঠোর পরিশ্রমের ফলে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সলমন। অভাবনীয় প্রতিভা এবং কঠোর পরিশ্রমের জোরে অজস্র ভক্তের হৃদয়ে রাজত্ব করেন ভাইজান।
১৯৮৯ সালে ‘বিবি হো তো অ্যায়সি’র মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন সলমন। তবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ থেকে পরিচিতি পেতে শুরু করেন অভিনেতা। ‘পার্টনার’, ‘দাবাং’, ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ সহ অনেক সুপারহিট সিনেমা রয়েছে সলমনের ঝুলিতে। আরও পড়ুন: রোম্যান্সে গদগদ ক্যাটরিনা, স্ত্রীকে যেন চোখে হারাচ্ছেন ভিকি
এত সফল কেরিয়ার থাকলেও অনেকের অজানা, অভিনয়ে আসার আগে মুম্বইয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সলমন। সেটাই ছিল তাঁর প্রথম চাকরি। এমনকি তাজ হোটেলে একটি শোয়ে নাচ করে প্রথম উপার্জন করেছিলেন অভিনেতা। জীবনের প্রথম সেই কাজে ৭৫ টাকা পেয়েছিলেন তিনি।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সলমন বলেছিলেন, ‘আমার প্রথম উপার্জন, ওই ৭৫টাকার মতো। তাজ হোটেলে একটা শোয়ে নেচেছিলাম। আমার একটা বন্ধু সেখানে নাচতে গিয়েছিল, সঙ্গে আমাকেও নিয়ে গিয়েছিল আনন্দের জন্য (আমিও গিয়েছিলাম)। এরপর ক্যাম্পা কোলা (সফ্ট ড্রিংক্স ব্র্যান্ড)-র সময় ৭৫০ টাকা, তারপর প্রায় দীর্ঘ সময় ১৫০০ টাকা নিতাম আমি। ম্যায়নে পেয়ার কিয়ার সময় ৩১ হাজার টাকা পেয়েছিলাম। পরে সেটাই ৭৫ হাজার টাকায় উঠেছিল'।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ৫৮য় পা দিয়েছেন সলমন খান। জীবনের ৫৮টা বসন্ত পার করেও সলমন এখনও তিনি 'চিরকুমার'। সম্প্রতি Bigg Boss-এর ঘরে নববর্ষের উদযাপন উপলক্ষে একসঙ্গে দেখা গেল তিন ভাই সলমন, আরবাজ ও সোহেলকে। বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন ধর্মেন্দ্র। প্রবীণ অভিনেতার সঙ্গে মিলে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ গানে নাচতে দেখা যায় তাঁদের।