সম্প্রতি মুক্তি পেয়ে কৃতী শ্যানন অভিনীত ছবি ‘মিমি’। ছবিতে সারোগেসির মাধ্যমে সন্তান জন্মের বিষয়টি দেখানো হয়েছে। বলিউড অভিনেতা সাইফ আলি খানের বোন সাবা আলি খান মিমি প্রসঙ্গে তাঁর মতামত পোষণ করেছেন সামাজিক মাধ্যমে। যেহেতু মিমি ছবিটি সারোগেসি বিষয় নিয়ে, সাবা আলি খান সোশ্যাল মিডিয়ায় একটি আইভিএফ চিকিৎসকের ভিডিয়ো শেয়ার করেছেন। যদিও মিমি দেখে পছন্দ হয়েছে, সাবা সেকথা আগেই জানিয়েছেন।এক ইন ভিট্রো ফার্টিলাইজেশন(আইভিএফ) চিকিৎসকের শেয়ার করা মূল ভিডিয়োতে মিমির সারোগেসি সম্পর্কে ভুল ভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছেন। ভিডিয়োর একটি অংশে চিকিৎসককে বলতে শোনা যায়, ‘যে মুহূর্তে আমি মিমির ট্রেলার দেখি... আমি জানতাম এই সিনেমাটি সারোগেসির সম্পূর্ণ ভুল উপস্থাপনা হতে চলেছে ... এই সিনেমাটি আমাদের কাছে যে পরিমাণ ভুল তথ্য উপস্থাপন করছে তা দেখে ভীত’। ভিডিয়োতে সেই চিকিৎসককে বলতে শোনা যায়, আসলে দুঃখের বিষয় হল নির্মাতারা এবং লেখকরা, এত জটিল এবং সংবেদনশীল বিষয়ে একটি ছবি তৈরির আগে, সত্য এবং আইন এবং বিধিগুলির গবেষণার জন্য এক ইঞ্চি চেষ্টাও করেননা। তাঁরা আমাদের দেশে সারোগেসি নিয়ে কাজ করেছেন। যদি তাঁরা গুগলে ভারতের সারোগেসি আইনের জন্য পাঁচ মিনিট সময় দিত, তাহলে তাঁরা বুঝতে পারত পুরো ছবিটা মিথ্যা বিবৃতি এবং মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তৈরি। ভিডিয়োতে চিকিৎসককে বলতে শোনা যায়, বেশ কিছু সংবেদেনশীল জায়গায় অপ্রীতিকর এবং অভব্য ভাষার ব্যবহার করে ছবির উপস্থাপন করা হয়েছে। এটি ভারতে বিদেশীদের দ্বারা ব্যবহৃত সারোগেট সম্পর্কিত আইন সম্পর্কেও কথা বলে। ক্লিপটি শেয়ার করে সাবা লিখেছেন, ‘মিমি উপভোগ করেছি... কিন্তু, এই বিষয়টা সঠিকভাবে বোঝা গুরুত্বপূর্ণ’। তিনি ভিডিয়ো ক্লিপটিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কৃতী শ্যানন অভিনীত ছবি 'মিমি'। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে দারুণ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। ছবি পরিচালনার দায়িত্বে পরিচালক লক্ষণ উতেকর। একজন সারোগেট মায়ের ভূমিকায় মিমিতে দেখা গেছে কৃতীকে। কৃতী-পঙ্কজ ছাড়াও ‘মিমি’তে অভিনয় করেছেন মনোজ পাহওয়া, সুপ্রিয়া পাঠক, স্মিতা জয়কর ও মারাঠি অভিনেত্রী সাই তামহানকর। জাতীয় পুরস্কার জয়ী মরাঠি ছবি ‘মালা আই ভহাছে’র রিমেক ‘মিমি’।