সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে টাকার জন্য মহিলা ফুটবলার পৌলমী অধিকারী জোমাটো-র হয়ে ফুড ডেলিভারির কাজ করছেন। আর তা এবার নজর কাড়ল অভিনেতা রুদ্রনীল ঘোষের। এই তরুণ সম্ভাবনার পাশে দাঁড়াতে চান।
ভিডিয়োতে জোমাটোর পোশাক পরে থাকা পৌলমীকে বলতে শোনা যাচ্ছে তিনি দেশের হয়ে ফুটবল খেলেছেন জাতীয় স্তরে। বহু দেশে গিয়েছেন। কলেজে পড়েন, সংসারের খরচ চালানোর জন্য ডেলিভারি বয়ের কাজও করেন। নিজের প্রসঙ্গে বলতে গিয়ে গলা ধরে আসে পৌলমীর। অক্ষেপের সুরে বলেন, এই দেশে মহিলাদের কোনও সম্মান নেই। তাদের কাজের কোনও সম্মান দেয় না। তাই তো কটা টাকার জন্য ফুটবল খেলার পরেও এই কাজ করতে হয়। কোনও ছবি বা খবর ছাপা হয় না আমাদের নিয়ে। কেউ খোঁজ নেয় না আমরা আদৌ খেয়েছি কি না বা খেলার জন্য একটা ঠিকঠাক জুতো আছে কি না।
এই ভিডিয়ো ফেসবুকে শেয়ার করে রুদ্রনীল লিখলেন, ‘পৌলমী অধিকারীর ফোন নাম্বার চাই। এই ভিডিওতে জানতে পারলাম ওর বাড়ি বেহালায়। ভারতীয় মহিলা টিমে ফুটবল খেলেছেন। বর্তমানে সামান্য টাকায় জোমাটোতে ফুড ডেলিভারির কাজ করে সংসার টানতে হয় ফুটবলার পৌলমীকে। এই ভিডিওতে কথা বলতে গিয়ে দলা পাকানো কান্না ধাক্কা মারছিল গলায়,কিন্তু চোখের জল ফেলেনি সে।’
তিনি আরও যোগ করেন, ‘যদি কেউ পৌলমীকে চেনেন দয়া করে ওনার ফোন নাম্বারটা আমায় ইনবক্স করুন। জানি না পারব কিনা ওর মত যোগ্য মানুষের জন্য কিছু করতে। কিন্তু সবাই মিলে ওর পাশে তো দাঁড়াতে পারি।’
নেট-নাগরিকদের বড় একটা অংশ তারিফ করেছেন রুদ্রনীলের এই উদ্যোগের। একজন লিখেছেন, ‘সত্যিই এগিয়ে বাংলা...কিন্তু এই দিনের দায় প্রত্যেক বাঙালিকে নিতে হবে। অভিশাপ পেতেই হবে। সময়ের অপেক্ষা।’ আরেকজন লিখলেন, ‘আপনি উদ্যোগ নিন। আমরা সবাই মিলে যদি কিছু পারি। আমাদের রাজ্যে প্রতিভার এত করুণ দৃশ্য?’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup