অভিনেত্রী রিচা চাড্ডা যে বাড়ির ভিডিয়োটি পোস্ট করেছেন, তা দেখলে যে কেউ মুগ্ধ হবে। দেখা যাচ্ছে, বিশাল বাড়ির বিশাল হলের মাঝখানে রয়েছে একটি কাঠের সেতু বারান্দা, রয়েছে বিশাল খোলা বাগান। বাড়ির স্থাপত্য ঐতিহ্যবাহী, ও কিছুটা পুরনো ধাঁচের। কাঠের সেতুর বিপরীত দিকের দেওয়ালে রয়েছে পেইনটিং, রয়েছে কাঠের আসবাব।
রিচা চাড্ডা ও আলি ফজল
ঠিকানা বদলাতে চাইছেন অভিনেত্রী রিচা চাড্ডা। আর তাই বেশ কিছু সময় ধরেই হন্য হয়ে খুঁজে চলেছেন নতুন বাড়ি। আলি ফজলের সঙ্গে ঘর বাঁধার জন্য স্বপ্নের কোনও আবাস কিনতে চাইছেন রিচা। শনিবার নিজের ইনস্টাস্টোরিজে এমনই একটি সুন্দর বাড়ির ভিডিয়ো পোস্ট করেছেন রিচা। লিখেছেন, ‘এই বাড়িটিই কিনতে চলেছি।’
অভিনেত্রী রিচা চাড্ডা যে বাড়ির ভিডিয়োটি পোস্ট করেছেন, তা দেখলে যে কেউ মুগ্ধ হবে। দেখা যাচ্ছে, বিশাল বাড়ির বিশাল হলের মাঝখানে রয়েছে একটি কাঠের সেতু বারান্দা, রয়েছে বিশাল খোলা বাগান। বাড়ির স্থাপত্য ঐতিহ্যবাহী, ও কিছুটা পুরনো ধাঁচের। কাঠের সেতুর বিপরীত দিকের দেওয়ালে রয়েছে পেইনটিং, রয়েছে কাঠের আসবাব। ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে সেতু বারান্দার এক প্রান্তে দাঁড়িয়ে ভিডিয়োটি তুলেছেন রিচা। যেটি দেখে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। বিশেষ করে চোখ টেনে বাড়ির সামনে থাকা সবুজ বাগান।