সৌদি আরবে ‘ডাঙ্কি’-র শ্যুট শেষ করে মক্কায় গিয়েছিলেন শাহরুখ উমরাহ করতে। সেখান থেকে সোজা পৌঁছে যান রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে। শুক্রবার সারাদিন তাঁর একাধিক ছবি ট্রেন্ড করেছে সোশ্যাল মিডিয়ায়। তবে একটা ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শাহরুখ পাশে বসে আছে শুনে একেবারে চমকে উঠেছেন শ্যারন স্টোন। তাঁর সেই চমকে ওঠা চেহারা ক্যামেরাবন্দি হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
শাহরুখ ছাড়াও বলিউড থেকে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে হাজির ছিলেন এআর রহমান, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর ও সইফ আলি খান। ভিডিয়োতে দেখা যাচ্ছে শো-র সঞ্চালক শাহরুখ খানের সঙ্গে পরিচয় করান দর্শকাসনে থাকা সকলের। এতক্ষণ শ্যারণ বুঝতেই পারেননি তাঁর পাশে বসে আছে বলিউড সুপারস্টার শাহরুখ। আর জানতে পেরেই চেয়ারে বসেই চিৎকার করে ওঠেন। আর শ্যারণের এই অবস্থা দেখে একটু ঝুঁকে তাঁর গালে চুমু খান শাহরুখ। বেইজ রঙের গাউন ও হাতে কালো গ্লাভস পরে এসেছিলেন শ্যারন।
শাহরুখ-কাজলের আইকনিক সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছিল এই চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্ম। একটা ভিডিয়ো ক্লিপে কিং খানকে কাজলকে উদ্দেশ্য করে ডিডিএলজে-র ‘তুঝে দেখা তো ইয়ে’ গাইতেও শোনা যায়। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে বলিউডের বাদশাকে বিশেষ সম্মান দিয়ে পুরস্কৃতও করা হয়।
‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে এসে ও পুরস্কৃত হয়ে আমি বিশেষ আনন্দিত। সৌদি আরবে থাকা আমার ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েও খুব খুশি। ওরা বরাবরই আমার সিনেমার বড় সাপোর্টার। আমি এখানকার বিনোদন জগতের সঙ্গে পরিচিত হতে চাই। চলচ্চিত্র মানুষকে একত্রিত করে, বিভিন্ন সংস্কৃতির মধ্যে একটি অভিজ্ঞতাকে স্থানান্তরিত করে। আপনি একটি সিনেমা পছন্দ করেন কারণ তা আপনার আবেগকে আলোড়িত করেছে, তা সে যেই ভাষাতেই বানানো হোক না কেন। কপাল ভালো সাবটাইটেল থাকে। এটি মানবিক দিন সামনে নিয়ে আসে, তাই হয়তো যে কোনও শিল্পের চেয়ে এটি ভালো কাজ করে। আমরা বিশ্বের যে প্রান্তেই বাস করি না কেন, আমাদের চাহিদা ও আবেগগুলি একইরকম।’, বলেন শাহরুখ।