বড় পর্দায় মুক্তি পেয়েছে (২২ সেপ্টেম্বর) শিল্পা শেট্টি অভিনীত ছবি ‘সুখী’। একটি মজার কাহিনি হিসাবে তৈরি করা হয়েছে এটি। সোনাল জোশী দ্বারা পরিচালিত এবং টি-সিরিজ এবং অ্যাবুন্ড্যান্টিয়া এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই ছবি। শিল্পা সুখপ্রীত 'সুখী' কালরার নাম ভূমিকায় অভিনয় করেছেন ছবিতে। এতে আরও অভিনয় করেছেন কুশা কপিলা, দিলনাজ ইরানি, পাভলিন গুজরাল, চৈতন্য চৌধুরী এবং অমিত সাধ।
চুটিয়ে ছবির প্রোমোশন করেছেন শিল্পা। প্রোমোশনে অভিনেত্রীর সঙ্গ দিয়েছেন তাঁর স্বামী রাজ কুন্দ্রা। ‘সুখী’র প্রোমোশনে শিল্পার পোস্টার জড়িয়ে ধরে চুমু এঁকে দেন রাজ। পাপারাৎজ্জির ক্যামেরার সামনে শিল্পার পোস্টারে একাধিক চুমু ছোঁড়েন রাজ। স্ত্রী শিল্পাকে নিয়ে রোম্যান্টিক মেজাজে ধরা দেন তিনি। আরও পড়ুন: তাজ লেক প্যালেসে রয়েছে বরপক্ষ রাঘব চাড্ডারা, হোটেলে থাকার খরচ কেমন জানেন
সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো-