বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা হলেন আর বাল্কি। তিনি সবসময়ই সমাজের কথা, বাস্তবের সঙ্গে মিল রেখে সিনেমায় গল্প বলতে চেয়েছেন যা মূলত অনুপ্রেরণা জোগায়। আর এ হেন অভিনেতা সম্প্রতি বলিউডের সাম্প্রতিক হিট ছবিগুলো নিয়ে কথা বললেন। কী জানালেন সেই ছবিগুলোকে নিয়ে?
কী বলেছেন আর বাল্কি?
বলিউডের সাম্প্রতিক হিট ছবিগুলো প্রসঙ্গে আর বাল্কি জানিয়েছেন এই ছবিগুলো প্রতিটি জঘন্য এবং একঘেয়ে। পুনের MIT ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটিতে হোয়াট অন আর্থ ইস রং নামক একটি আলোচনায় বিজ্ঞাপন এবং ছবি নিয়ে কথা বলতে গিয়ে আর বাল্কি জানান যে সাম্প্রতিক ছবিতে মূল্যবোধের পতন নিয়ে তাঁর অভিমত কী।
আরও পড়ুন: ঋত্বিকের ছেলের ভূমিকায় এবার পরমব্রত? সৃজিতের হাত ধরে বড় পর্দায় আসছে ব্রাত্য বসুর নাটক!
আর বাল্কির মতে, এই ছবিগুলিতে অতীতের সেই মশলা বা পয়সা উসুল করা ব্যাপারটা, উত্তেজনাটা নেই। দর্শকরা যে সেই সব ছবিগুলোর লার্জার দ্যান লাইফ ব্যাপারে মোহিত হতো সেটা মিসিং। কেবল শৈল্পিক বা মেধার দিক দিয়ে যে এই ছবিগুলো নিম্নমানের সেটাই নয়, একই সঙ্গে বিনোদনেও ঘাটতি রয়েছে এই ছবিগুলোর বলেই অভিমত প্যাডম্যান পরিচালকের।
কিন্তু দর্শকদের মন না ছুঁয়েও কীভাবে ছবিগুলো বক্স অফিসে হিট করছে? এই বিষয়ে আর বাল্কি বলেন, 'এটা এখন প্রজেক্টের মতো হয়ে গিয়েছে। অর্থনীতি জুড়ে গিয়েছে সবটা সঙ্গে।' তাঁর মতে এখন সমস্ত ছবির মারাত্মক ভাবে মার্কেটিং করা হয়, প্রচার করা হয় যাতে দর্শকদের ম্যানিপুলেট করা যায়। আর যতক্ষণে দর্শকরা বোঝেন যে যতটা প্রচার করা হয়েছে ছবিটি ততটা ভালো নয় ততক্ষণে বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে নেয়।
আর বাল্কি এদিন আরও জানান যে মানুষের কন্টেন্ট পছন্দের ধরন বদলেছে। আগে যেমন বলিউডের একচ্ছত্র আধিপত্য ছিল বা দর্শকদের মধ্যে যে উত্তেজনা কাজ করত সেটা এখন আর নেই।