ছবির মতোই বর্ণিল তাঁর জীবন। ঘটনাবহুলও বটে। তবে সে সব নিয়ে আগাগোড়াই মুখে কুলুপ এঁটেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এ বার ব্যতিক্রম! বহু বছর ধরে সচেতন ভাবে এড়িয়ে যাওয়া এক অধ্যায় নিয়ে মুখ খুললেন ‘ইন্ডাস্ট্রি’।
৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'কাছের মানুষ'। অভিনব কায়দায় চলছে ছবির প্রচার। স্ট্যান্ড আপ কমেডি করেছেন প্রসেনজিৎ। আর সেখানেই মঞ্চে দাঁড়িয়ে সকলের সামনে নিজের প্রথম বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বললেন তিনি। দর্শকাসনে ছিলেন দেব, ইশা সাহা, পথিকৃৎ বসু, ঋষভ বসু, অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়রা।
নয়ের দশকের শুরুর দিকে ভালোবেসে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ এবং দেবশ্রী রায়। কিন্তু শেষমেশ সেই সম্পর্ক টেকেনি। আলাদা হয়ে যান তাঁরা। বিচ্ছেদ পরবর্তী সেই কঠিন অধ্যায় নিয়ে অভিনেতা বলেন, 'তিনটে বিয়ের মধ্যে যেটা প্রথম, মানে ছোটবেলার সম্পর্ক, সেটা যখন ভেঙে যায় আমি দেড় বছর বাড়ি থেকে বেরইনি। মানে আমার ফ্ল্যাটের দরজা খুলিনি।'
অভিনেতার সংযোজন,'তার পর এক দিন মনে করলাম, নিজেই নিজেকে বন্দি করে কী লাভ? আমাকে তো সকলের সামনে আসতে হবে।'
(আরও পড়ুন: ‘….বাঁচতে গেলে টাকা লাগে’,দেবের ছবিতে গান গাইল সুপারস্টার সিঙ্গার খ্যাত প্রাঞ্জল বিশ্বাস)
সেই কঠিন সময়ে বন্ধু অভিজিৎকে পাশে পেয়েছিলেন প্রসেনজিৎ। তাঁর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের সাক্ষী পরিচালক। তাঁকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা বলেন, 'এর পর বেরিয়ে পড়েছিলাম। আর বিশ্বাস করুন যে দিন সেটে এসেছিলাম, তার তিন দিনের মধ্যে ন'টি ছবি সই করেছিলাম। এটাই জীবন। এটাই সত্য।'
(আরও পড়ুন: নিজের ফায়দার জন্য দেবকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন প্রসেনজিৎ! প্রকাশ্যে 'কাছের মানুষ'-এর ঝলক)
এর পর বহু বছর গড়িয়েছে। তবে প্রসেনজিৎ-দেবশ্রীর বিচ্ছেদ আজও চর্চার বিষয়। আর সেই বিচ্ছেদ নিয়ে কথা বলেই আরও একবার অনুরাগীদের কৌতূহলী করে তুললেন অভিনেতা।