এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া। তাই ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ভারতে হাজির নায়িকা। সিদ্ধার্থ চোপড়ার বিয়ের কিছু সুন্দর মুহূর্তের ছবি প্রকাশ্যে এসেছে, আর সেখানেই দেখা গিয়েছে ভারতের ঐতিহ্যবাহী পোশাক শাড়িতে সেজে উঠেছেন দেশী গার্ল। ছবিতে তাঁর সঙ্গে মা মধু চোপড়াকে দেখা গিয়েছে। অনুষ্ঠানে তিনি মায়ের সঙ্গে দাঁড়িয়ে ভাইকে শুভেচ্ছা জানাচ্ছিলেন।
সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে নীলম উপাধ্যায়ের বিয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কিনা সে খবর এখনও প্রকাশ্যে আসেনি। তবে তাঁদের বাগদানের একটি ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় ভাইরাল। সেখানেও প্রিয়াঙ্কাকেও দেখা গিয়েছে। শনিবার, একটি ফ্যান পেজ এই ভিডিয়োটি শেয়ার করে, ক্যাপশনে লেখে, 'অনেক শুভেচ্ছা সিদ্ধার্থ চোপড়া ও নীলম উপাধ্যায়। আপনাদের স্বামী এবং স্ত্রী হিসাবে নতুন রূপে দেখতে খুব সুন্দর লাগছে। আমরা আপনাদের দু'জনের জন্য পৃথিবীর সমস্ত সুখ ও শান্তি কামনা করি! ঈশ্বর আপনাকে সর্বদা মঙ্গল করুন!'
আরও পড়ুন: 'কঠোরতম শাস্তি…' মহারাষ্ট্রের স্কুলে ২ শিশুর উপর যৌন নির্যাতন, গর্জে উঠলেন রীতেশ দেশমুখ
পাশাপাশি মুম্বইতে শুক্রবার রাতের একটি অনুষ্ঠানের কিছু ছবিও প্রকাশ্যে আসে। এই ছবিগুলি ওই অনুষ্ঠানের এক অতিথি, সেলিব্রিটি ডাক্তার গাইনোকোলজিস্ট কিরণ কোয়েলহো তুলেছেন। ছবিগুলি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, 'উষ্ণ এবং অন্তরঙ্গ অনুষ্ঠানে শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন! অনুষ্ঠানের ডিনারে মা মধু চোপড়াকে নিয়ে হাজির ছিলেন প্রিয়াঙ্কাও।'
প্রিয়াঙ্কার দেশি লুক সম্পর্কে
প্রিয়াঙ্কা একটি ম্যাজেন্টা রঙের শাড়ি পরে সকলের মাথা ঘুরিয়ে দিয়েছেন। তিনি শাড়ির সঙ্গে বেছে নিয়েছিলেন একটি ম্যাচিং স্লিভলেস ব্লাউজ ও মানানসই মুক্তোর গয়না। দেশি গার্ল মাথায় বেঁধে ছিলেন খোঁপা, সঙ্গে গ্ল্যাম মেকআপে দারুণ দেখাচ্ছিল তাঁকে। অন্যদিকে, তাঁর মা মধু চোপড়া একটি লিলাক শাড়ি পরেছিলেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ বর-কনে সিদ্ধার্থ এবং নীলম ট্যুইনিং করেছিলেন নীল পোশাকে। নীলমের পরনে ছিল একটি হালকা নীল রঙের গাউন। অন্যদিকে, সিদ্ধার্থ পরেছিলেন স্যুট। শুক্রবার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের প্রিয়াঙ্কাকে একা দেখা গিয়েছে, তাঁর সঙ্গে নিক ছিলেন না।
আরও পড়ুন: ব্যবসার নিরিখে 'স্ত্রী ২' রাজ্যে পার করল কোটির গণ্ডি, আরজি করের জেরে পদাতিক-বাবলি দেখল না দর্শক?
প্রিয়াঙ্কার ভারত সফর সম্পর্কে
অভিনেত্রী শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে অবতরণ করেন, তার কিছু ঝলকও ক্যামেরাবন্দি করা হয়। প্রিয়াঙ্কা, মাত্র কিছু দিন হল হলিউডে তাঁর আসন্ন ছবি 'দ্য ব্লাফ'-এর কাজ শেষ করেছেন। বিমানবন্দরে তাঁকে একটি সাদা ক্রপড টপ সঙ্গে ম্যাচিং ট্র্যাক প্যান্টে দেখা গিয়েছিল।