গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রতীম ডি গুপ্তার ছবি 'চালচিত্র'। ইতিমধ্যেই এই ছবি নিয়ে দর্শকদের কাছ থেকে বেশ ভালোই প্রতিক্রিয়া মিলছে। তবে ছবি মুক্তির ১ সপ্তাহ কাটেনি, এরই মধ্যে শোনা যাচ্ছে চালচিত্র পার্ট-২র আসছে। আর এখবর Hindustan Times Bangla-র কাছে নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের কর্ণধার ফিরদৌসুল হাসান।
'চালচিত্র'-র পরের পার্ট আসছে কিনা একথা প্রশ্ন করা হলে প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, ‘হ্যাঁ, ছবির পরের পার্ট আসছে। এই ছবিটি প্রতীম ডি গুপ্তাই পরিচালনা করবেন। ফ্রেন্ডস কমিউনিকেশন এটার প্রযোজনা করবে। এই ছবিতে এখনও পর্যন্ত যা ঠিক আছে টোটা (রায়চৌধুরী), অনির্বাণ (চক্রবর্তী) থাকছেন। ব্রাত্য দার (ব্রাত্য বসু) প্রিক্যুয়েলটা থাকছে, সেখানে অপূর্ব ( বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব) থাকছেন। আপাতত এটাই ঠিক আছে। বাকিটা দেখা যাক।’
আরও পড়ুন-'বিয়েতে আমার বড়ই ভয়…', কিন্তু কেন বিয়ে করতে চান না কমল হাসান কন্য শ্রুতি?
আরও পড়ুন-মনমোহন সিং-এর প্রয়াণে শোক প্রকাশ কপিল শর্মা, কমল হাসান, মাধুরী দীক্ষিত, সানি দেওলদের
ছবির পরিচালক জানিয়ছেন, চালচিত্র-র পরের পার্ট শুধু সিকুয়েল নয়, এটার প্রিক্য়ুয়েলও থাকছে। দুটো মিলেই আসছে 'চালচিত্র' পার্ট-২। ছবিতে ১২ বছর আগেই খুন হওয়া বিষয়গুলি নিয়ে একটা অংশ ছিল, সেখানেই ব্রাত্য বসুর চরিত্রটিকে দেখা গিয়েছিল। ব্রাত্য বসুর সেই অংশটি পরের পার্টে থাকবে, সেখানে পুলিশ হিসাবে দেখা যাবে টোটা রায়চৌধুরী অনির্বাণ চক্রবর্তীকে। তাঁদের অভিনীত চরিত্র কনিষ্ক ও নাসির। এই পার্টটিই ছবির প্রিক্য়ুয়েল। এছাড়াও নতুন ছবির আরও একটা অংশে চালচিত্র ছবিটি যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই আবার এগোবে। তাতে টোটা রায়চৌধুরীর সঙ্গে শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসুর চরিত্র দুটিও থাকবে। ছবির ক্লাইম্যাক্সে ব্রাত্য, অপূর্ব এবং তিন পুলিশ চরিত্রই থাকছে।