অভিনয় থেকে বিরতি নিয়েছেন বহু আগেই। এদিকে অভিনয় থেকে আগেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী পাপিয়া আধিকারী। BJP-তে যোগ দিয়েছিলেন তিনি। সম্প্রতি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হয়ে প্রচারে গিয়েছিলেন পাপিয়া অধিকারী। সেখানেই টলিপাড়ার বহু অভিনেতাকে একহাত নেন তিনি।
অর্জুন সিংয়ের প্রচারে নারায়ণপুরে গিয়ে পাপিয়া অধিকারী বলেন, ‘টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও বড় শাহাজাহান রয়েছে। স্বরূপ বিশ্বাসরা হলেন সব শাহাজাহান। এদের কারণেই বহু পুরনো প্রডিউসাররা হারিয়ে গিয়েছে। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও ইন্ডাস্ট্রিরই মর্যাদা পায়নি।’
আরও পড়ুন-‘আমি মাঝগঙ্গায়, ভয়ানক ছবি দেখছি, পুরো ডেকটা…’, প্রবল বর্ষণে মহা বিপদে দিতিপ্রিয়া!
এদিন যাদবপুর আর হুগলির তারকা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং রচনা বন্দ্য়োপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি পাপিয়া। সায়নীকে আক্রমণ করে বলেন, ‘যাদবপুরের মানুষ যদি সায়নীকে ভুল করেও ভোট দেয়, তাহলে পাপিয়া অধিকারীর সন্দেহ থাকবে।’ সায়নীকে 'মূর্খ' বলে কটাক্ষ করেন তিনি।
এদিকে কিছুদিন আগেই রচনা বন্দ্যোপাধ্যায়কে মুখ বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন রচনার বক্তব্যে গোটা অভিনয় দুনিয়ার মানুষ অপমানিত বোধ করেন। এদিন ফের একবার রচনাকে আক্রমণ করে বলেন, ‘দিদি নম্বর ওয়ান থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন। তিনি যা কাণ্ডকারখানা করছেন, তা কমেডি শোকেও হার মানায়।’