‘বিবি পায়রা’ গানে নেচে উঠলেন ‘দত্ত অ্যান্ড বৌমা’-র ‘সোনা মা’। সাদা শাড়ি পরে আলো ঝলমলে সেটের মাঝে নেচে উঠলেন তিনি। চওড়া লাল পাড় সাদা শাড়িতে বেশ সাবেকি লুকে দেখা যায় পাপিয়া অধিকারীকে। অভিনেত্রীর নাচের ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কালার্স বাংলার ‘দত্ত অ্যান্ড বৌমা’ ধারাবাহিকের মাধ্যমের রাজনীতির থেকে আবার অভিনয়ে তিনি। ১৯৮৮ সালের জনপ্রিয় ‘দেবীবরণ’ ছবির আইটেম গানে ফের একবার নেচে রীতিমতো নজর কেড়েছেন তিনি। আশির দশকে ‘দেবীবরণ’-এর এই গানে কাঁধ খোলা জাম্প স্যুট দেখা গিয়েছিল অভিনেত্রীকে। গানের তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে। এই গানের ফের একবার নেচে, পুরনো স্মৃতিকে তরতাজা করলেন পাপিয়া। ধারাবাহিকের চিত্রনাট্য অনুরায়ী, আপাতত দত্ত বাড়ির কর্ত্রী পাপিয়া। চরিত্র অনুযায়ী আদিত্য-তিতিক্ষার ঠাম্মা তিনি। কিন্তু এত বছর পরেও তাঁর নাচের নিঁখুত স্টেপ মন জয় করেছে নেটিজেনের। ‘দেবীবরণ’ ছবির আইটেম গানে নেচে উঠতেই সেটের কলাকুশলী থেকে নেটিজেন, সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি।