
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এক শো-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রখ্যাত পাকিস্তানি গায়িকা শাজিয়া মঞ্জুর। সঙ্গে ছিলেন অনুষ্ঠানের দুই সঞ্চালক— মহসিন আব্বাস হায়দার এবং কৌতুকশিল্পী শেরি নানহা। অনুষ্ঠান চলাকালীন সহ উপস্থাপককে চড় মেরে বসেন তিনি। উত্তপ্ত হয়ে ওঠে বেসরকারি চ্যানেলের প্রোগ্রাম। কৌতুক অভিনেতা এবং সহ-উপস্থাপক শেরি নানহাকে চড় মারেন পাকিস্তানি গায়িকা। উল্লেখ্য, শেরি নানহা তাঁর মন্তব্যের মাধ্যমে সীমা অতিক্রম করার জন্য এভাবে তাঁর উপর ক্ষোভ উগড়ে দেন শাজিয়া।
শো চলাকালীন কৌতুক অভিনেতা গায়িকাকে ‘হানিমুন’ সম্পর্কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। নানহা ঠাট্টা করে জিজ্ঞেস করেছিলেন, ‘শাজিয়া, বিয়ের পর আমি আপনাকে সরাসরি মন্টে কার্লোতে আমাদের হানিমুনে নিয়ে যাব। আপনি কি আমাকে বলবেন আপনি কী ভাবে যেতে চান?’ এমন কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন মঞ্জুর। সেখানেই শুরু হয়ে তুমুল বাগবিতণ্ডা। এরপরই কৌতুক অভিনেতার গায়ে একাধিকবার হাত তোলেন গায়িকা। আরও পড়ুন: রণবীরের সঙ্গে মেয়ের শয্যাদৃশ্য দেখে চমকে ওঠেন, কীভাবে নিজের বাবা-মাকে সামলান তৃপ্তি
রেগে গিয়ে শাজিয়া বলেন, ‘গতবারও আপনি এইরকম আচরণ করেছিলেন এবং আমি কাজটি হাস্যকর হিসাবেই নিয়েছিলাম এবং এটি ধামাচাপা দিয়েছিলাম। কিন্তু, এবার আমি সিরিয়াস। আপনি এইভাবে মহিলাদের সঙ্গে কথা বলেন? আপনি 'হানিমুন'-এর কথা বলছেন।’
এরপরই হোস্ট মহসিন আব্বাস হায়দার হস্তক্ষেপ করেন। পরিস্থিতি সামাল দিতে ছুটে যান অনুষ্ঠানের সহ-উপস্থাপক মহসিন। কিন্তু, গায়িকা বিষয়টা ভালো চোখে দেখেননি। তিনি নানহাকে স্ক্রিপ্টে নিজের কাজে লেগে থাকার এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার বিষয়টিও কড়াকড়ি ভাবে মনে করিয়ে দেন। এরপর রাগের চোটে স্টুডিয়ো থেকে বেরিয়ে যান গায়িকা। একই সঙ্গে শোতে ফিরে আসার অনিচ্ছা প্রকাশ করেন।
ভিডিয়োর ঘটনার সত্যতা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে, এটি স্ক্রিপ্ট করা কিনা তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। ভিডিয়ো দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘সম্ভবত, এটি অনুষ্ঠানের টিআরপির জন্য তৈরি। এবং একটি পছন্দসই বিষয়ের উপর তৈরি করা হয়েছে’। কারও মন্তব্য, ‘না এটা স্ক্রিপ্টেড’। কেউ বলছে, সবই চ্যানেলের ‘পাবলিসিটি স্টান্ট’।
টিভি অনুষ্ঠানে কমেডিয়ানকে মারার দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যেও চলছে ব্যাপক টানাপোড়েন। তবে কোনটা সত্যি, কোনটা মিথ্যা—সেটি এখনো স্পষ্ট করেনি টেলিভিশনটির কর্তৃপক্ষ। পাকিস্তানে বেশ জনপ্রিয় প্লেব্যাক ও ফোক গায়িকা শাজিয়া মঞ্জুর। ব্লকবাস্টার চলচ্চিত্রগুলির জন্য প্লেব্যাক গায়ক হিসাবে কিংবদন্তি মর্যাদা অর্জন করেছেন। ‘বাতিয়ান বুঝাকে রাখ দি’, ‘চ্যায়েন মেরে মাখনা’, এবং ‘বাল্লে বাল্লে’র মতো গান গেয়ে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports