বাংলা নিউজ > বায়োস্কোপ > Nusrat Son Yishaan: ছেলেকে ‘লুকিয়ে’ই রাখেন নুসরত, প্রথমবার সামনে আনলেন ঈশানের এই বিশেষ কীর্তি
Nusrat Son Yishaan: ছেলেকে ‘লুকিয়ে’ই রাখেন নুসরত, প্রথমবার সামনে আনলেন ঈশানের এই বিশেষ কীর্তি
1 মিনিটে পড়ুন Updated: 26 Feb 2024, 09:26 AM ISTTulika Samadder
বাবা-মা দুজনেই নামি অভিনেতা। তবে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত মিলে ছেলে ঈশানকে সব লাইম লাইট থেকে দূরে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন। এবার মাম্মা অবশ্য ছেলের একটি বিশেষ গুণের সঙ্গে পরিচয় করালেন সবার।
নুসরত আর যশের ছেলের কোন গুণ অবাক করছে সকলকে?
বছর পাঁচ আগেই অভিনেত্রী নুসরত জাহান নাম লিখিয়েছেন রাজনীতিতে। তাঁর পরিচয় এখন আর শুধু অভিনেত্রী নয়, তিনি সাংসদও। তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে ভোটে জিতেছেন, তাও বসিরহাটের মতো এলাকা থেকে। কিন্তু অভিনয় জীবনে যতটা সাফল্য এসেছে, ততটা পাননি সাংসদ হিসেবে। বরং তাঁর ‘ব্যর্থতা’ খোঁজার দিকেই সকলের নজর থাকে বেশি।
অবশ্য অভিনেত্রী আর সাংসদের পাশাপাশি, নুসরত একজন মা-ও। ২০২১ সালে জন্ম হয়েছে ঈশান জাহান দাশগুপ্তর। ছেলেকে এখনও জনসম্মুখে আনেননি তারকা মাম্মা। এমনকী, ছেলের খুঁটিনাটি জিনিসও সংবাদমাধ্যমের চোখের আড়ালে রাখারই চেষ্টা করেন তিনি। তবে সম্প্রতিই ছেলের আঁকার ছবি ভাগ করেছিলেন সামাজিক মাধ্যমে। তখনও পিছু ছাড়ল না ট্রোলাররা।
মায়ের কাছে তাঁর সন্তানের যে কোনও সাফল্যই গর্বের। তা সে প্রথম হাঁটা হোক, বা প্রথম মা ডাক, কিংবা ঈশানের মতো ছবি আঁকা। নুসরত নিজেও ভালোবাসেন রং-তুলি। ইনস্টাগ্রামে তাঁর ও ঈশানের আঁকা ছবির ঝলক ভাগ করে নিলেন তিনি। পড়ন্ত বিকেল অস্তমিত সূর্য ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন নুসরত। অন্য দিকে ঈশান রং করেছেন একটি গাজর ও একটি আম। মায়ের মতো খুদেও যে রং-তুলিতে পটু তা স্পষ্ট, বেশ সুন্দর করে রং করেছে সে নিজের আঁকার খাতাতে। ক্যাপশনে নুসরতলিখলেন, ‘মা বনাম ছেলে’।
আপাতত সন্দেশখালি ইস্যুতে জনতার রোষে আছেন নুসরত জাহান। গত কয়েক সপ্তাহে যখন সন্দেশখালি উত্তপ্ত, তখন একবারও সেখানে দেখা মেলেনি নুসরতের। যেখানকার মহিলা বাসিন্দারা ক্রমাগত দাবি করে আসছেন, কতটা নিরাপত্তাহীন তাঁরা সেখানে, তখন সেই এলাকারই মহিলা সাংসদ ব্যস্ত থেকেছেন নিজের ছবির প্রচারে, স্বামী যশের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে। কৈফিয়ত হিসেবে নুসরত জানিয়েছেন, প্রশাসন যাতে সুষ্টভাবে কাজ করতে পারে তাই তিনি যাননি সন্দেশখালিতে। কারণ তিনি গেলে আরও উত্তপ্ত হতে পারে পরিস্থিতি।